Gold Biscuit Basirhat: সীমান্তে সোনার বিস্কুট!
মিন্টু গোলদার নামে এক পাচারকারী সোনার বিস্কুট গুলি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিনের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়।
বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকান্দা সীমান্তের ঘটনা। এদিন মিন্টু গোলদার নামে এক পাচারকারী সোনার বিস্কুট গুলি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিনের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। হাতেনাতে সোনার বিস্কুট সহ ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। তার বাড়ি দহরকান্দা গ্রামে। বিএসএফ তার কেছে থেকে উদ্ধার হয়েছে ১০টি সোনার বিস্কুট ১ কিলো ১৯৩ গ্রাম, যার বাজার মূল্য ৭৩ লক্ষ টাকা। অন্যদিকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে একটি গোপন জায়গা থেকে ১৭ কিলো ১০০ গ্রাম রুপোর গহনা উদ্ধার করে বিএসএফ। বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও রুপোর গয়না সহ পাচারকারী মিন্টু গোলদারকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সোনার বিস্কুট গুলি থাইল্যান্ড, মায়ানমার ও বাংলাদেশ হয়ে সীমান্তের রক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারতে ঢুকলো কি করে? তা নিয়ে আরো একবার সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠে গেল।