Indian Railways: অসংরক্ষিত কামরার যাত্রীদের জন্য সুখবর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 28, 2023 | 6:31 PM

রেলের তরফে যাত্রী পরিষেবাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অসংরক্ষিত কামরার যাত্রীদের ভাল পরিষেবা দিতে চাইছে ভারতীয় রেল। অসংরক্ষিত কামরাতে যাত্রীদের অনেক সমস্যায় পড়তে হয়। গরমকালে অসংরক্ষিত কামরাতে দেখা যায় খাবার জলের সমস্যা।

রেলের তরফে যাত্রী পরিষেবাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অসংরক্ষিত কামরার যাত্রীদের ভাল পরিষেবা দিতে চাইছে ভারতীয় রেল। অসংরক্ষিত কামরাতে যাত্রীদের অনেক সমস্যায় পড়তে হয়। গরমকালে অসংরক্ষিত কামরাতে দেখা যায় খাবার জলের সমস্যা। এছাড়াও খাবারের সমস্যা রয়েছে অসংরক্ষিত কামরায়। এই পরিষেবাগুলোর দিকে নজর দিতে বলা হয়েছে রেলের তরফে। অসংরক্ষিত কামরার যাত্রী পরিষেবা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।এই মাসের মধ্যে সমস্ত অসংরক্ষিত ম্যানেজারদের জমা দিতে হবে রিপোর্ট। অসংরক্ষিত কামরাতে কতটা ভিড় হয়,তা রোজ পর্যালোচনা করতে হবে। সেই বিষয়েও রিপোর্ট জমা দিতে হবে রেলকে। নিশ্চিত করতে হবে যাত্রীদের সব রকমের পরিষেবা। চিঠিতে আরও জানানো হয়েছে, স্টেশনে বেশি করে জলের ব্যবস্থা করতে হবে। অসংরক্ষিত কামরাগুলি নিয়মিত পরিষ্কার করতে হবে। খাবার বিক্রির ট্রলি নিয়ে যেতে হবে অসংরক্ষিত কামরার সামনে। এখানে কম দামে খাবার পাওয়া যায়। রেলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, স্টেশনে জল ও খাবারের স্টলের সামনে অসংরক্ষিত কামরাকে থামাতে হবে।