Google Lay Off News: পরিস্থিতির চাপ, কর্মীরা স্বেচ্ছায় ইস্তফা দিলে তাঁদের ১ মাসের বেতন দিচ্ছে গুগল

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 29, 2023 | 9:48 PM

Salary Cut: ২০২৩ সালে প্রায় ৫৭০ টি প্রযুক্তি সংস্থা প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মী ছাঁটাই করেছে। একদিকে যেমন সিলিকন ভ্য়ালির বেশ কিছু টেক সংস্থা একের পর এক ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। ইউরোপের কিছু সংস্থা কর্মীদের হাতে পিঙ্ক স্লিপ তুলে দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই আবহে কোনও কোনও সংস্থায় স্বেচ্ছায় ইস্তফা দিলে মিলতে পারে ১ বছরের বেতনও।

কর্পোরেট চাকুরেদের জন্য এই বছরটা খুব একটা সুখকর ছিল না। কেউ সকালে ঘুম থেকে উঠে জানতে পেরেছেন চাকরি খুইয়েছেন। ২০২৩ সালে প্রায় ৫৭০ টি প্রযুক্তি সংস্থা প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মী ছাঁটাই করেছে। একদিকে যেমন সিলিকন ভ্য়ালির বেশ কিছু টেক সংস্থা একের পর এক ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। ইউরোপের কিছু সংস্থা কর্মীদের হাতে পিঙ্ক স্লিপ তুলে দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই আবহে কোনও কোনও সংস্থায় স্বেচ্ছায় ইস্তফা দিলে মিলতে পারে ১ বছরের বেতনও। ইউরোপের বিভিন্ন দেশে কিছু কোম্পানি ‘এমপ্লয়ি ইনটারেস্ট গ্রুপ’-র সঙ্গে আলোচনা না করে কর্মী ছাঁটাই করতে পারে না। এদিকে গুগল ফ্রান্স ও জার্মানিতে ছাঁটাই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মী গোষ্ঠীর সাহায্য চেয়েছে। পরিস্থিতি এমনই যে,কর্মীরা স্বইচ্ছায় ইস্তফা দিলে তাঁদের ১ মাসের বেতন দিচ্ছে গুগল। ফ্রান্সে কর্মীরা স্বেচ্ছায় ইস্তফা দিলে গুগলের মালিক সংস্থা অ্য়ালফাবেট বিপুল পরিমাণে সেভারেন্স প্যাকেজ দিচ্ছে। ব্রিটেনে ৮ হাজার কর্মীর মধ্যে ৫০০ কর্মী ছাঁটাই করার পথে গুগল। সেখানকার শ্রম আইনের কারণে এই প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। তাই স্বেচ্ছায় কোনো কর্মী চাকরি ছাড়লে, কোম্পানির তরফে ভাল সেভারেন্স প্যাকেজ দেওয়া হচ্ছে। অ্যামাজ়নে সিনিয়র ম্যানেজার পদের কর্মীরা স্বেচ্ছায় ইস্তফা দিলে,১ বছরের বেতন সেভারেন্স প্যাকেজ হিসেবে দেওয়া হচ্ছে। যাঁদের ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা আছে,তাঁরাই পাবে এই বেতন।

Published on: Apr 18, 2023 02:18 PM