Gujarat’s Eco-Friendly ‘Cool House’: এসি ছাড়াই এই বাড়ির তাপমাত্রা ১০ ডিগ্রি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 27, 2023 | 3:30 PM

গরমে এসি বা কুলার অনেকেই ব্যবহার করেন। লোডশেডিং হলে সমস্যায় পড়বেন। গুজরাটের একটি পরিবার এক অভিনব কাজ করেছে। কোনও এসি ছাড়াই একটি বাড়িকে ঠান্ডা করেছে।

গরমে এসি বা কুলার অনেকেই ব্যবহার করেন। লোডশেডিং হলে সমস্যায় পড়বেন। গুজরাটের একটি পরিবার এক অভিনব কাজ করেছে। কোনও এসি ছাড়াই একটি বাড়িকে ঠান্ডা করেছে। বাড়িটি বানাতে সময় লেগেছে প্রায় ৬ বছর। এই বাড়িটির নকশা করেছেন অ্যাটলিয়ারের প্রধান সমীরা রাঠৌর। বাইরে থেকে বাড়িটি দেখলে মনে হবে একটি সুন্দর কাঠামো। সুন্দর গাছপালা আছে বাড়িটির উঠোনে। বাড়িটি ১০,৫০০ বর্গফুট জায়গা নিয়ে বানানো হয়েছে। বাতাস চলাচল করতে পারে এই বাড়িটির মধ্যে দিয়ে। বাড়িটি একটি ট্র্যাকের আকারে বানানো হয়েছে। উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম দিকে বাতাস চলাচলের জন্য একটি পথ করা আছে । সেখানে অনেকগুলো কক্ষ আছে। গরম হাওয়া এখানে প্রবেশ করলেই ঘরটি ঠান্ডা হয়ে যায়। বাড়ির ভেতরে আছে অনেক ছোট ছোট জলাশয় আছে। এই জলাশয় বাড়িটিকে ঠান্ডা রাখতে সাহায্য় করে। এক একটি ঘরের দেওয়াল ১৮ ইঞ্চি পুরু। সেই দেওয়ালগুলি চুনের প্লাস্টার করা আছে। তাই ঘরগুলি সব সময় শীতল থাকে। তাপমাত্রা কখনও ১০ ডিগ্রির নিচে নামে না। বাড়িটিকে টেকসই করতে ব্যবহার করা হয়েছে মোটা কাঠ। সৌর প্যানেলও আছে এই বাড়িতে। গরমকালে বাইরের তাপমাত্র ৪৫-৪৮ ডিগ্রি সেন্টিগ্রেড হলেও বাড়ির তাপমাত্রা ২০-২৫ ডিগ্রির উপরে ওঠে না।