Motorola Edge 30 Ultra: ২০০ মেগা পিক্সেল ক্যামেরার ফোন, ১০ হাজারের কমে
এই ফোনে আছে ২০০ মেগা পিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৬০ এমপি। ফোনটিতে আছে ৮জিবির র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটির এলিডি ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চির। ফুল এইচডি পোলড কার্ভড ডিসপ্লে। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮+ প্রসেসর। ব্যাটারি 4610 mAh
দেশের বাজারে এসেছে মোটোরোলা থার্টি আলট্রা। ফোনটির দাম ৪৪,৯৯৯ টাকা। কিন্তু ফোনটি আপনি পেতে পারেন মাত্র ৯৯৯৯ টাকায়। এই ফোনে আছে ২০০ মেগা পিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৬০ এমপি। ফোনটিতে আছে ৮জিবির র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটির এলিডি ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চির। ফুল এইচডি পোলড কার্ভড ডিসপ্লে। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮+ প্রসেসর। ব্যাটারি 4610 mAh । ১২৫ ওয়াট টার্বোপাওয়ার চার্জার আছে এই ফোনের। আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। আছে থিংক শিল্ড এবং ফেস আনলক। আছে ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমোস সাপোর্ট। ১০ হাজারের কমে কীভাবে পাবে এই ফোন? থাকতে হবে ফ্লিপকার্ট অ্যাক্সিস কার্ড। এই কার্ডে পাবেন ৫% ক্যাশব্যাক। আর করতে হবে পুরনো ফোন এক্সচেঞ্জ। ভাল কন্ডিশনের ফোন হলে পাবেন ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।