Rath Jatra 2023: জগন্নাথের আছে হাত
আমাদের বাংলায় রয়েছে বেশ কিছু দারু বিগ্রহ যেখানে রীতিমত আছে হাত। রয়েছে আঙুল, করতল। বউবাজারের চুনিমনি দাসীর বাড়ির জগন্নাথ। রথের দিন এই জগন্নাথ বিগ্রহের ব্রাহ্মণ বেশে যুক্ত হয় দুটি রুপোর হাত। শতাব্দী প্রাচীন এই পরম্পরা। বাংলার বেশ কিছু জায়গায় দেখা যায় হাত বিশিষ্ট জগন্নাথ
জগন্নাথ এই শব্দটা কানে প্রবেশ করতেই চোখে আসে যে ছবি তাতে থাকে না কোনও হাত। কিন্তু আমাদের বাংলায় রয়েছে বেশ কিছু দারু বিগ্রহ যেখানে রীতিমত আছে হাত। রয়েছে আঙুল, করতল। বউবাজারের চুনিমনি দাসীর বাড়ির জগন্নাথ। রথের দিন এই জগন্নাথ বিগ্রহের ব্রাহ্মণ বেশে যুক্ত হয় দুটি রুপোর হাত। শতাব্দী প্রাচীন এই পরম্পরা। বাংলার বেশ কিছু জায়গায় দেখা যায় হাত বিশিষ্ট জগন্নাথ । দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে, হুগলির চুঁচুড়ার বড় রথ বাড়িতে, শ্রীরামপুরের পাঁচু বাবুর বাজারে পুজিত হন হাত যুক্ত জগন্নাথ। বাঘাযতীন এর অপূর্বর ইচ্ছে ছিল জগন্নাথ বিগ্রহ পুজো করার। অপূর্বর কল্পনায় উঠে আসে এই মূর্তি। নিম কাঠে তৈরি করেছেন তিনি এই জগন্নাথ।