Pandua Vote Boycott: রাস্তা ,জল নেই,আবার ভোট?
Pandua Vote Boycott: পঞ্চায়েতের ছোট শরসা, মুসলিম পাড়া, হাঁড়িপাড়া, আদিবাসী পাড়া, বাউল দাস পাড়া, জেলে পাড়ায় হাজারের অধিক ভোটার ৫০০ টি পরিবারের বাস।
রাস্তা নেই জল নেই ভোটও নেই। পান্ডুয়ার বেলুন ধামাসীন গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বাসিন্দারা পোস্টার মেরে ভোট না দেওয়ার কথা ঘোষনা করলেন। পঞ্চায়েতের ছোট শরসা, মুসলিম পাড়া, হাঁড়িপাড়া, আদিবাসী পাড়া, বাউল দাস পাড়া, জেলে পাড়ায় হাজারের অধিক ভোটার ৫০০ টি পরিবারের বাস।গ্রামের রাস্তা এখনো কাঁচা।একটু বৃষ্টি হলে কাদা মারিয়ে যেতে হয় গ্রামবাসীদের।ব্লকের অন্যান্য পঞ্চায়েতে ঢালাই রাস্তা হয়েছে।পানীয় জলের ব্যবস্থাও হয়েছে।কিন্তু বেলুন ধামাসীনের এই সব গ্রামগুলো সেই তুলনায় পিছিয়ে রয়েছে অনেকটাই।আবার একটা পঞ্চায়েত ভোট দোরগোড়ায়।গ্রামের রাস্তা পানীয় জলের সুরাহা না হলে ভোট দেবে না বলে জানিয়েছে গ্রামের ভোটাররা।
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বিদায়ী সহ-সভাপতি সঞ্জয় ঘোষ বলেন,পান্ডুয়া পঞ্চায়েত সমিতি প্রায় ৬ কোটি টাকার রাস্তা করেছে। মুখ্যমন্ত্রী ১৩২ টি পথশ্রী প্রকল্পের রাস্তা দিয়েছেন।ওই এলাকায় রাস্তা হয়নি এটা জানা ছিল না।গত ৩৪ বছরে কোন কাজ হয়নি, আমরাই করেছি।আমি এলাকায় যাব গ্রামবাসীদের সাথে কথা বলবো ভোটের পরে কাজ হবে।।