House Maintenance on Monsoon: বৃষ্টিতে আপনার বাড়িকে বাঁচাবেন কীভাবে?
বৃষ্টির জলে ঘরের দেওয়াল ভিজে গেলে সব আনন্দই যেন মাটি হয়ে যায়। ঘরে স্যাঁতসেঁতে ভাব দেখা যায়। কিন্তু কিছু উপায়ে বর্ষাকালেও আপনার ঘর ঝকঝকে থাকবে। বর্ষাকালের আগে ঘর বাড়ি রং করার চেষ্টা করুন। রং করার সুযোগ না হলেও অন্তত প্রাইমার করুন। হোয়াইট ওয়াশও করাতে পারেন আপনার বাড়ি
অত্যাধিক গরমের পর বৃষ্টি হলে আমাদের মন বেশ ভাল হয়ে যায়। বৃষ্টির জলে ঘরের দেওয়াল ভিজে গেলে সব আনন্দই যেন মাটি হয়ে যায়। ঘরে স্যাঁতসেঁতে ভাব দেখা যায়। কিন্তু কিছু উপায়ে বর্ষাকালেও আপনার ঘর ঝকঝকে থাকবে। বর্ষাকালের আগে ঘর বাড়ি রং করার চেষ্টা করুন। রং করার সুযোগ না হলেও অন্তত প্রাইমার করুন। হোয়াইট ওয়াশও করাতে পারেন আপনার বাড়ি।বর্ষায় দেখা যায় জানলার গ্রিলে জং ধরেছে। তাহলে সময় নষ্ট না করে আগে রং করিয়ে নিন। জানলার বাইরে প্লাসটিক দিয়ে ঢেকে রাখতে পারেন।বৃষ্টি থেমে গেলে আবার সেই প্লাসটিক সরিয়ে দিতে হবে। বৃষ্টির সময় ঘরের জানলা বন্ধ রাখুন। মেঝেতে বৃষ্টির জল পড়লে,আগে মুছে নিন। কাঠের আসবাব জানলার থেকে দূরে রাখুন । বর্ষাকালে দেখা যায় আলমারির ভিতর স্যাঁতসেঁতে ভাব। সেই স্যাঁতসেঁতে ভাব কাটাতে ন্যাপথলিন ব্যবহার করতে পারেন। এমনকি নিমপাতাও রাখা যেতে পারে।