বাড়িতে এসি চালালে ভালই বিদ্যুৎ খরচ, কীভাবে করবেন সাশ্রয়?
জানেন কি, বাড়িতে এসি চালানোর সময় এই পদ্ধতি ব্যবহার করলেই বাঁচবে বিদ্যুতের বিল।
এসি চালালে বিদ্যুৎ বিল ভালই আসে।অনেকে এসি চালিয়ে ইলেকট্রিক বিল কম করার জন্য একাধিক পন্থা অবলম্বন করেন।তার মধ্যেই সেরা একটি উপায় হল,AC-র সঙ্গে সিলিং ফ্যান চালিয়ে দেওয়া।এসির সঙ্গে পাখা চালালে,ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রিত হতে পারে।অনেকে কিছুক্ষণের জন্য এসি চালিয়ে তা বন্ধ করে সঙ্গে-সঙ্গে পাখা চালান।এই পদ্ধতিতে আপনার ঘর সেভাবে ঠান্ডা হওয়ার সম্ভাবনা নেই।আপনাকে AC ও ফ্যান একসঙ্গে চালাতে হবে।তবেই ঘর দ্রুত ঠান্ডা হবে।সিলিং ফ্যানের সঙ্গে এয়ার কন্ডিশনার চালানোর সময় পাখার থার্মোস্ট্যাট সেটিং প্রায় ৪° ফারেনহাইট বাড়তে পারে।এভাবে এসি ও ফ্যান একসঙ্গে চালালে ইলেকট্রিক বিলও অনেকটা কমবে।যখন AC চালাচ্ছেন,তখন খুব ধীরে সিলিং ফ্যান চালান।ফুল স্পিডে চালালে কিন্তু হিতের বিপরীত হতে পারে।এসি ও তার সঙ্গে ধীরে ধীরে ফ্যান চালালে এয়ার কন্ডিশনারের শীতলতা ঘরে ছড়িয়ে পড়বে।বিশেষ করে রাতে আপনি যখন ঘুমোবেন,তখন এসি ও ফ্যান একসঙ্গে চালান।ঘর বেশ কিছুটা শীতল হয়ে যাওয়ার পর এসি বন্ধ করে দিতে পারেন।তবে বিদ্যুৎ বিল যাতে কম আসে,তার জন্য আপনাকে এয়ার কন্ডিশনারের তাপমাত্রাও কমাতে হবে।তার ফলে আপনার AC-র কম্প্রেসরে চাপ পড়বে না এবং ইলেকট্রিসিটি বিলও কম আসবে।