Shahrukh Khan: শাহরুখ এবার কোরিওগ্রাফার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 19, 2023 | 7:00 PM

SRK: ‘জওয়ান’ ছবির প্রিভিউয়ের শেষ দৃশ্যে অন্য লুকে ধরা দেন শাহরুখ। যেখানে বিস সাল বাদ ছবির 'বেকরার করকে হমেঁ...' গানে নাচতে দেখা যায় ন্যাড়া শাহরুখ খানকে।

‘জওয়ান’ চমক
‘জওয়ান’ ছবির প্রিভিউয়ের শেষ দৃশ্যে অন্য লুকে ধরা দেন শাহরুখ। যেখানে বিস সাল বাদ ছবির ‘বেকরার করকে হমেঁ…’ গানে নাচতে দেখা যায় ন্যাড়া শাহরুখ খানকে। জানেন, এই গানের কোরিওগ্রাফার আর কেউ নন, খোদ শাহরুখ খান। যদিও আইডিয়া পরিচালক অ্যাটলির।

আল্লু অর্জুনের পারিশ্রমিক
আসছে ‘পুষ্পা ২’। গত দেড় বছর ধরেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবিকে আগের থেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে একাধিক ঝুঁকি। আর পরিশ্রমের তালিকা দেখে এবার পারিশ্রমিক বাড়িয়ে দিলেন আল্লু অর্জুন। দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তিনি ১২৪ কোটি টাকা নিচ্ছেন ছবির জন্য, যেখানে ‘পুষ্পা পার্ট ১’-এর জন্য নিয়েছিলেম মাত্র ৪৫ কোটি টাকা।

অনুরাগ ঠাকুরের বার্তা
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বিভিন্ন OTT প্ল্যাটফর্মের কর্তাদের সঙ্গে দেখা করেন। যার মূল কারণ ছিল, ওটিটিগুলিকে দায়িত্বশীল বিষয়বস্তু তৈরি করাতে উৎসাহ দেওয়া। পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ওটিটিকে আরও গ্রহণযোগ্য করে তোলা।

নয়া রাম-সীতা
বলিউডে এবার রাম সীতা। মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং যশকে। প্রযোজনায় নীতেশ তিওয়ারি। চলতি বছরের মাঝামাঝি শুরু হবে ছবির কাজ। শীঘ্রই রাম-সীতার ভূমিকায় ধরা দেবে এই জুটি।

অসুস্থ রুবেল
অসুস্থ অভিনেতা রুবেল দাস। সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দ্রুত আরোগ্য কামনা করে লিখলেন, ‘আমার বিশ্বাস তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তুমি ভাল, তাই তোমার সঙ্গে কোনও খারাপ কিছু হতেই পারে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা।’

মিমির খোঁচা
২৪টা ছবি তুলে একটা মাত্র পছন্দ, পোজ় নিয়ে বেজায় চিন্তায় অঙ্কুশ হাজরা। বন্ধুর এই অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় হাজির মিমি চক্রবর্তী, অঙ্কুশকে খোঁচা দিয়ে লিখলেন, যার যেমন লুক, তাঁর তো তেমনই ছবি উঠবে।

‘ওপেনহাইমার’ চমক
মুক্তি পাওয়ার আগেই বারবার খবরের শিরোনামে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’। ইতিমধ্যেই ‘ওপেনহাইমার’ ছবিটির টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। আর টিকিটের দাম আকাশছোঁয়া। ‘ওপেনহাইমার’ ছবির প্রথম দিনের কিছু শোয়ের টিকিট একাধিক হলে ২,০০০ থেকে ২,৪৫০ টাকাতেও বিক্রি হচ্ছে বলে খবর।

হাসপাতালে হিরো আলম
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের প্রার্থী আশরাফুল হোসেন অর্থাৎ হিরো আলম-এর উপর হামলা, জনতা তাঁকে রাস্তায় ফেলে মারধর করে। জখম হিরো আলমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ জানিয়েছে রাষ্ট্রসংঘ।

মেঘের প্রশংসায় পঞ্চমুখ
বর্তমানে রমরমিয়ে চলছে নতুন ধারাবাহিক ‘ইচ্ছেপুতুল’। তারই কেন্দ্রীয় চরিত্র মেঘের প্রশংসায় পঞ্চমুখ এবার নেটদুনিয়া। ‘অনেকদিন পর বাংলা ধারাবাহিকে এমন এক চরিত্র তৈরি হল’, এমনই মন্তব্যে ভরে উঠল কমেন্ট বক্স।