Unclaimed Deposits In Bank: ১০ বছরেও ব্যাঙ্কে লেনদেন করেননি! সাবধান

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 24, 2023 | 9:30 AM

আপনি কী ১০ বছরের বেশি ব্যাঙ্কের অ্যাকাউন্টটি ব্যবহার করেননি ? অথচ সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স আছে। ১০ বছরেরও বেশি যাঁরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যবহার করবে না,তাঁদের জন্য RBI আনছে নতুন নিয়ম । ১০ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা ফিক্স ডিপোজিট থাকলে ‘আনক্লেমড ডিপোজিট’মনে করা হবে

অনেকেই দীর্ঘদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন না। দীর্ঘদিন ধরে এই ভাবেই পড়ে থাকে। আপনি কী ১০ বছরের বেশি ব্যাঙ্কের অ্যাকাউন্টটি ব্যবহার করেননি ? অথচ সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স আছে। ১০ বছরেরও বেশি যাঁরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যবহার করবে না,তাঁদের জন্য RBI আনছে নতুন নিয়ম । ১০ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা ফিক্স ডিপোজিট থাকলে ‘আনক্লেমড ডিপোজিট’মনে করা হবে। এমনকি ১০ বছরের বেশি সময় ধরে লেনদেন না করলেও তাকে ‘আনক্লেমড ডিপোজিট’ মনে করা হবে। আরবিআই ‘১০০ ডে ১০০ পে’প্রকল্প শুরু করছে । ট্রান্সফার করা হবে ‘আনক্লেমড ডিপোজিট’। এই ‘আনক্লেমড ডিপোজিট’ চলে যাবে রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। দাবিহীন আমানতকারীর টাকা ফিরিয়ে দেওয়া হবে প্রকৃত মালিকের কাছে। কিন্তু তা ও যদি সম্ভব না হয়,তাহলে তা স্থানান্তরিত হবে আরবিআই-এ বিশেষ তহবিলে।

Published on: May 24, 2023 09:22 AM