Celling Fan Speed: ফ্যানের স্পিড বাড়াবেন কীভাবে?
হিট ওয়েভ বা তাপ প্রবাহ চলছে। পূর্বাভাস ঘূর্ণিঝড় মোখার কারণে তাপমাত্রা বাড়তে পারে। এদিকে অনেকেরই বাড়িতে কুলার বা এয়ারকন্ডিশনার নেই। গরমে ঠাণ্ডা থাকতে ভরসা একমাত্র পাখা । সেই পাখাও যদি ধীরে ঘোরে তাহলে উপায় কী?
হিট ওয়েভ বা তাপ প্রবাহ চলছে। পূর্বাভাস ঘূর্ণিঝড় মোখার কারণে তাপমাত্রা বাড়তে পারে। এদিকে অনেকেরই বাড়িতে কুলার বা এয়ারকন্ডিশনার নেই। গরমে ঠাণ্ডা থাকতে ভরসা একমাত্র পাখা । সেই পাখাও যদি ধীরে ঘোরে তাহলে উপায় কী? সেই উপায় জানুন এই ভিডিয়োয়। মাত্র ৭০ টাকায় পান ঠাণ্ডার ফান্ডা। পাখা চললে ব্লেডে ময়লা জমে। জমা ঝুল ময়লা স্লো করে দেয় ফ্যানের স্পীড। কী করবেন? শুকনো কাপড় দিয়ে আগে পাখার ব্লেড গুলো পরিষ্কার করুন। তারপর অল্প লিক্যুইড সপ মেশানো জলে কাপড় ভিজিয়ে তা দিয়ে পরিষ্কার করুন পাখার ব্লেড গুলি। কখনওই প্রথমে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করতে যাবেন না। এমন করলে হিতে বিপরীত হবে। পরিষ্কার হবার বদলে ধুলো ময়লা আরও আটকে যাবে। পরিষ্কারের পর পাখার স্পীড একটু হলেও বাড়বে। আর তাও যদি না বাড়ে পাখার গতি তাহলে সমস্যা ফ্যানের ক্যাপাসিটরে। কোনও লাইসেন্সড ইলেক্ট্রিশিয়ানকে দিয়ে পরীক্ষা করান পাখাটি। প্রয়োজনে তিনি বদলে দেবেন ক্যাপাসিটর। মডেল ভেদে ক্যাপাসিটরের দাম ৭০ থেকে ৮০ টাকা। ব্যাস পাবেন ঝোড়ো হাওয়া।