Air Cooler In Summer: ঘরে কুলার, তাও ঠান্ডা হচ্ছে না?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 24, 2023 | 5:51 PM

অনেকেই ঘরের ভেতরে কুলার রাখেন। তাতে ঘরের গরম হাওয়া বেরতে অনেক সময় লেগে যায়। মনে হয় যেন কুলারটি অনেকক্ষণ চালিয়ে রাখার পরেও, ঘর একটুও ঠান্ডা হচ্ছে না। আপনার উচিত জানলার পাশে বা কোনও খোলা জায়গায় রাখা। এতে সহজেই ঘর ঠান্ডা হয়ে যাবে। আপনি নিয়মিত সময়ে আপনার কুলারে জল রিফিল করতে থাকুন

আপনি দিনের পর দিন ভুলভাবে ব্যবহার করছেন আপনার ঘরের কুলারটি। তাতেই কুলারের আয়ু কমে আসছে ধীরে ধীরে। অনেকেই ঘরের ভেতরে কুলার রাখেন। তাতে ঘরের গরম হাওয়া বেরতে অনেক সময় লেগে যায়। মনে হয় যেন কুলারটি অনেকক্ষণ চালিয়ে রাখার পরেও, ঘর একটুও ঠান্ডা হচ্ছে না। আপনার উচিত জানলার পাশে বা কোনও খোলা জায়গায় রাখা। এতে সহজেই ঘর ঠান্ডা হয়ে যাবে। আপনি নিয়মিত সময়ে আপনার কুলারে জল রিফিল করতে থাকুন। সময়মতো কুলারে জল না ভর্তি করলে, ভিতরের জল গরম হয়ে যায়। যার কারণে কুলার ঠান্ডা হাওয়া দিতে পারে না। এতেই আপনার ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগে। চেষ্টা করবেন স্বাভাবিকের তুলনায় একটু ঠান্ডা জল ব্যবহার করতে। এতে কুলার থেকে বেশি ঠান্ডা হাওয়া বেরবে, যা আপনার ঘরকে নিমেষে ঠান্ডা করে দেবে। এমন জায়গায় কুলার রাখবেন না যেখানে সরাসরি সূর্যের আলোর পড়তে পারে। কুলার সবসময় ঠান্ডা জায়গায় রাখুন।

Published on: Apr 24, 2023 05:51 PM