Vehicle Cases: গাড়ির ‘কেস’ দেখবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 21, 2023 | 6:53 PM

ট্রাফিক আইন মেনে চললেও অনেক সময় ভুলচুক হয়ে যায়। ফলে আপনার বাইক বা গাড়ির নামে কেসও হয়। কিন্তু অনেক সময়ই প্রযুক্তিগত সমস্যা বা অন্য কোনও কারণে সেই কেস চালান দেখতে পান না গাড়ি-বাইকের মালিকরা।

ট্রাফিক আইন মেনে চললেও অনেক সময় ভুলচুক হয়ে যায়। আপনার বাইক বা গাড়ির নামে কেসও হয়। কিন্তু অনেক সময়ই প্রযুক্তিগত সমস্যা বা অন্য কোনও কারণে সেই কেস চালান দেখতে পান না গাড়ি-বাইকের মালিকরা। আপনার বাইক বা গাড়ির নামে কেস রয়েছে কি না,কীভাবে দেখবেন? পরিবহণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে parivahan.gov.in/parivahan লগ ইন করতে হবে। এবার ‘আদার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস’ অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি ‘ই-চালান সিস্টেম’ অপশন আসবে। সেখানে ‘মোর’ অপশনে গিয়ে ক্লিক করুন। ‘মোর’ অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। এখানে ‘গেট চালান ডিটেইলস’ অপশনে ক্লিক করুন। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলে সেখানে চালান নম্বর বা গাড়ির নম্বরের অপশনটি বেছে নিন। এখানে ক্লিক করলেই আপনার গাড়ির যাবতীয় ডিটেইলস সহ গাড়ির নম্বরে কোনও কেস রয়েছে কি না,তা দেখতে পাবেন। অনলাইনে জরিমানা দেওয়ার জন্যও ‘মোর’ অপশনে ক্লিক করলে সেখানে ‘পে অনলাইন’ অপশন পাবেন। গাড়ির নম্বর বা চালানের নম্বর দিলেই কত টাকা জরিমানা দিতে হবে,তা দেখা যাবে। অনলাইনে ক্রেডিট কার্ড,ডেবিট কার্ড,নেট ব্যাঙ্কিং এর মাধ্য়মে জরিমানার টাকা পেমেন্ট করুন।