TV Care In Rain: বর্ষায় টিভির যত্ন নিন এভাবে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 04, 2023 | 9:14 PM

TV Care: নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য ইউপিএস ব্যবহার করুন। বর্ষায় টানা ক দিন বৃষ্টি হলে দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই অবস্থা বিপদজনক। শুকনো হাতে টিভি সহ সুইচ ধরুন।

বাংলায় ঢুকেছে মৌসুমি বায়ু। তার প্রভাবে আবহাওয়ায় ঝড়, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ। এই পরিস্থিতিতে বাড়ির টেলিভিশন সেট ঠিক রাখবেন কীভাবে? আকাশে বিদ্যুৎ চমকালেই টিভি আনপ্লাগ করুন। খুলে রাখুন ডিস অ্যান্টেনা বা সেট টপ বক্সের সংযোগ। ছোট ভুলে নষ্ট হতে পারে টিভি সেট। ওয়্যারিং চেক করুন। ওয়্যারিংয়ে ত্রুটি থাকলে তা স্মার্ট টিভির জন্য বিপদ ডাকতে পারে। বৃষ্টির সময়ে টিভি বন্ধ রাখুন। ভোল্টেজ চেক করুন। ঠিকঠাক ভোল্টেজের জন্য স্টেবিলাইজার ব্যবহার করুন। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য ইউপিএস ব্যবহার করুন। বর্ষায় টানা ক দিন বৃষ্টি হলে দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই অবস্থা বিপদজনক। শুকনো হাতে টিভি সহ সুইচ ধরুন। টিভির রিমোটের যত্ন নিন। পলিথিনের কভারে রিমোট রাখতে পারেন। সুইচে জল গেলে বিকল হতে পারে টিভির রিমোট।