FIFA World Cup 2022: কাতারে ফুটবল মানে ঠান্ডা লড়াই
গরমের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত রকম পদ্ধতি অবলম্বন সারা। কীভাবে কাতারের স্টেডিয়ামগুলিকে রাখা হবে ঠান্ডা?
কাতারের যে আটটি স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপ (Qatar World Cup 2022) হবে, সেগুলিতে গরমের জন্য এসির ব্যবহার করা হয়েছে। গরমের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত রকম পদ্ধতি অবলম্বন সারা। কীভাবে কাতারের স্টেডিয়ামগুলিকে রাখা হবে ঠান্ডা? স্টেডিয়ামগুলো পূর্ব-পশ্চিম অক্ষরেখা বরাবর এমন ভাবে তৈরি, যাতে মাঠে ছায়া পাওয়া যায়। দ্বিতীয় বিষয় হল, স্টেডিয়ামে রঙের ব্যবহার। স্টেডিয়ামগুলো এমন ভাবে তৈরি, যাতে গরম সহজে ভিতরে ঢুকতে না পারে। বাইরের অংশ এমনভাবে তৈরি, যাতে তাপপ্রবাহ প্রতিফলিত হয়। গরম হওয়া কোনওভাবে ভিতরে ঢুকতে পারবে না।
কাতারের বেশিরভাগ নতুন স্টেডিয়ামে ‘ফোল্ডেবেল’ ছাদ। খোলা হলে স্টেডিয়ামে ঠান্ডা হওয়া প্রবেশের ক্ষমতা বাড়বে। মাঠ ঠান্ডা রাখতে প্রয়োজনীয় জল ও বিদ্যুতের খরচ কমবে। আল বায়াত স্টেডিয়াম। বাইরে থেকে দেখতে বেদুইনদের তাঁবুর মতো। প্রথমে বাইরের অংশে কালো রং করার কথা ছিল। কিন্তু কালো রং তাপ শোষক হয় বলে এই স্টেডিয়ামের বাইরের রং সাদা করে দেওয়া হয়েছে। ফলে, মাঠের তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। এখানেই শেষ নয়। মাঠ ঠাণ্ডা করতে ব্যবহার করা হচ্ছে, আরও কিছু পদ্ধতি। ঠান্ডা রাখার বেশিরভাগ ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে এক ধরণের যন্ত্রের মাধ্যমে। যাকে বলা হয় ‘অ্যাবজর্বসন চিলার’। অর্থাৎ, গরম হাওয়া শুষে নেওয়ার মারাত্মক ক্ষমতাসম্পন্ন যন্ত্র। এই যন্ত্র অনেকটা কুলারের মতো কাজ করে। জল ও সূর্যের তাপের মাধ্যমে এই যন্ত্র জলকে ঠান্ডা করে। এই ঠান্ডা জল বাতাসকে ঠান্ডা করে। ওই ঠান্ডা বাতাস আবার বড় বড় পাখার মাধ্যমে মাঠকে ঠান্ডা রাখে।