Moynaguri News: মেঝে ফাটিয়ে প্রচুর পরিমাণ গোখরো সাপের ডিম উদ্ধার করলো পরিবেশ কর্মীরা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 25, 2023 | 4:09 PM

বিপুল পরিমান সাপের ডিম উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থা ( PPS) সুত্রে জানা গেছে ময়নাগুড়ি বৌল বাড়ি এলাকার বাসিন্দা ভাগ্য মন্ডলের বাড়ির রান্নাঘরের একটি ফুটো থেকে মাঝেমধ্যেই মুখ বের করে ফনা উঁচিয়ে উঁকিঝুঁকি মারছিলো একটি গোখরো সাপ। ভয়ে রান্নাবান্না বন্ধ হয়ে গিয়েছিল ওই বাড়িতে

ময়নাগুড়ি ব্লকের দুটি পৃথক এলাকা থেকে প্রচুর পরিমান গোখরো সাপের ডিম উদ্ধার করলো পরিবেশ কর্মীরা। বিপুল পরিমান সাপের ডিম উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থা ( PPS) সুত্রে জানা গেছে ময়নাগুড়ি বৌল বাড়ি এলাকার বাসিন্দা ভাগ্য মন্ডলের বাড়ির রান্নাঘরের একটি ফুটো থেকে মাঝেমধ্যেই মুখ বের করে ফনা উঁচিয়ে উঁকিঝুঁকি মারছিলো একটি গোখরো সাপ। ভয়ে রান্নাবান্না বন্ধ হয়ে গিয়েছিল ওই বাড়িতে। পাশাপাশি ময়নাগুড়ি দেবী নগড় পাড়া এলাকার বাসিন্দা পুলক ঘোষের বাড়িতে শোয়ার ঘরের মেঝেতে ফুটো ছিলো।সেখানেও বাসা বেঁধেছিল একটি গোখরো সাপ। তিনিও সাপ দেখে খবর দেন সংস্থার সদস্য দের। খবর পেয়ে টিম নিয়ে ছুটে যান সংস্থার সম্পাদক নন্দু রায়। এরপর ছেনি, হাতুড়ি দিয়ে দুটি বাড়ির মেঝে ফাটিয়ে সাপ ও সাপের ডিম উদ্ধার করেন কর্মীরা। সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন দুটি বাড়ি থেকে আমরা মোট ৫৪ টি গোখরো সাপের ডিম উদ্ধার করেছি। একটি স্পেকটিক্যাল কোবরা উদ্ধার হয়েছে। সাপটিকে আমরা উপযুক্ত পরিবেশে ছেড়ে দিয়েছি। আর ডিম গুলি আমরা বনদপ্তরে হাতে তুলে দিয়েছি।