Arambagh News: কোচিং সেন্টার না কুস্তির আখড়া!
ছাত্র আর শিক্ষক দ্বন্দ্বে উভয়েই মারাত্মক ভাবে জখম হয়েছেন। বুধবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায়।ঘটনার জেরে উভয়কেই চিকিৎসা করাতে হয়েছে।জানাগেছে, প্রতিদিনের মতো এদিনও চাঁদুর এলাকায় কোচিং সেন্টারে পড়াতে গিয়েছিলেন শিক্ষক সামিম চৌধুরী। তিনি কোচিংয়ে পড়াচ্ছিলেন। তখন ওই এলাকারই এক ছাত্র শেখ নাসিম কোচিং ক্লাসে দুষ্টুমি করছিল বলে অভিযোগ
কোচিং সেন্টারে টিউশন পড়তে গিয়ে শিক্ষক পেটালো ছাত্রকে। আবার পাল্টা মার অভিভাবকের ঐ শিক্ষককে। ছাত্র আর শিক্ষক দ্বন্দ্বে উভয়েই মারাত্মক ভাবে জখম হয়েছেন। বুধবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায়।ঘটনার জেরে উভয়কেই চিকিৎসা করাতে হয়েছে।জানাগেছে, প্রতিদিনের মতো এদিনও চাঁদুর এলাকায় কোচিং সেন্টারে পড়াতে গিয়েছিলেন শিক্ষক সামিম চৌধুরী। তিনি কোচিংয়ে পড়াচ্ছিলেন। তখন ওই এলাকারই এক ছাত্র শেখ নাসিম কোচিং ক্লাসে দুষ্টুমি করছিল বলে অভিযোগ । তখনই সামিম বাবু ওই ছাত্রকে অনেকবার বারণ করা সত্ত্বেও না শোনায় রাগের বশবর্তী হয়ে নাসিমকে লাঠি ও হাত দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। শিক্ষকের মারধরে ছাত্রটিও মারাত্মক ভাবে জখম হয়।এই ঘটনার জেরে আহত ছাত্রের পরিবারের লোকজন ও তাদের অনুগামীরা কোচিং সেন্টারে রে রে করে ছুটে আসেন।এর পরেই ঐ শিক্ষকের কাছে এসে হাজির হওয়া মাত্রই উভয়ের মধ্যে তুমুল বাক বিতন্ডা হয়।এর পরেই শিক্ষক কে বেধড়ক পেটায় আহত ছাত্রের পরিবারের লোকজন বলে অভিযোগ।ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।