Chhatna News: পতাকা দিয়েই পঞ্চায়েত দখল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 27, 2023 | 5:50 PM

জয়ী নির্দল প্রার্থীকে দলে যোগদান করিয়ে ত্রিশঙ্কু থাকা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃনমূল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েতে।

জয়ী নির্দল প্রার্থীকে দলে যোগদান করিয়ে ত্রিশঙ্কু থাকা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃনমূল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েতে। সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় ছিল। এরমধ্যে অন্যতম ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েত। ১৫ টি আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃনমূল পায় ৭ টি, বিজেপি ৬ টি আসন। নির্দল ও কংগ্রেস ১ টি করে আসনে জয়লাভ করে । ওই গ্রাম পঞ্চায়েতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পঞ্চায়েতটি ত্রিশঙ্কু হয়ে পড়ে। গতকাল ওই গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর আসনে জয়ী নির্দল প্রার্থী ভূদেব মন্ডল তৃনমূলে যোগ দিলে পঞ্চায়েতটি তৃনমূলের দখলে যায়। গতকাল বাঁকুড়ার তৃনমূল ভবনে নির্দল পঞ্চায়েত সদস্য ভূদেব মন্ডলের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন তৃনমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। ভূদেব মন্ডল জানিয়েছেন তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত বিজেপির বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। নির্বাচনে দল তাঁকে প্রার্থী না করায় দল ছেড়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতা করে জয় ছিনিয়ে এনেছেন। কিন্তু নির্দল সদস্য হিসাবে এলাকায় উন্নয়ন সম্ভব নয় বুঝতে পেরেই তৃনমূলে যোগ দিয়েছেন। তৃনমূল নেতৃত্বের দাবী এই যোগদানের ফলে আরো একটি গ্রাম পঞ্চায়েত দলের হাতে আসার পাশাপাশি ওই এলাকায় তৃনমূল আরো শক্তিশালী হল। বিজেপি অবশ্য গোটা ঘটনাকে তৃনমূলের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছে।