The Kerala Story Controversy: আদপে কি বাংলায় মুক্তি পেল ছবি? কোথায় চলছে?

May 23, 2023 | 9:40 PM

Movie: বাংলায় কান পাতলেই শোনা যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে দেওয়া হচ্ছে না। মিলছে নানা হুমকি। এবার তারই মাঝে উত্তর ২৪ পরগনার বেশ কিছু সিঙ্গল স্ক্রিন এই ছবি চালিয়ে দিল। প্রতিটা শোই হাউজ়ফুল।

ভার্চুয়ালে শাহরুখ-সাক্ষাৎ
শাহরুখ-সাক্ষাতে এবার নতুন জীবনপথে এগোলেন ক্যানসার আক্রান্ত শিবানী চক্রবর্তী। সোমবার রাতে দু’জনের ভিডিয়ো-কলে কথা হয়েছে। শিবানীর জন্য প্রার্থনা থেকে আর্থিক সাহায্যের আশ্বাস, সবক্ষেত্রেই এগিয়ে এসেছেন শাহরুখ খান।

ইভটিজ়িংয়ের শিকার অভিনেত্রী
কলেজ থেকে বাড়ি ফেরার পথে মেট্রোতে শ্লীলতাহানীর শিকার হন ‘দঙ্গল’-এর অভিনেত্রী সানয়া মালহোত্রা। অভিনেত্রীর কথায়, “ইভনিং কলেজ থেকে ফেরার জন্য মেট্রোয় উঠেছিলাম। একদল ছেলেও ওঠে ওই একই কামরায়। এবং তাঁরা ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকে আমায়। শুধু তাই-ই নয়, ওরা আমার গায়েও হাত দেয়। সানয়ার এই অভিজ্ঞতার আর একটি ভয়াবহ দিক হল, অভিযুক্ত ব্যক্তি তাঁর এক ফ্যান।

অবসরে কী করেন মিমি?
অবসরে কী করছেন মিমি চক্রবর্তী! ছুটি মানেই কি ছুটি? নানা কাজ সেরে ফেলতে হয় এই বিশেষ দিনে। তবে অনেকদিন পর নিজের মতো করে ছুটি কাটালেন মিমি চক্রবর্তী। গাছ থেকে জামরুল পেড়ে খেতেও দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই তা ভাইরাল নেটপাড়ায়।

কোথায় চলছে ‘দ্য কেরালা স্টোরি’
বাংলায় কান পাতলেই শোনা যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে দেওয়া হচ্ছে না। মিলছে নানা হুমকি। এবার তারই মাঝে উত্তর ২৪ পরগনার বেশ কিছু সিঙ্গল স্ক্রিন এই ছবি চালিয়ে দিল। প্রতিটা শোই হাউজ়ফুল।

চর্চায় ঊর্বশীর নেকলেস
কান চলচ্চিত্র নজর কাড়ে ঊর্বশী রাউতেলার গলায় থাকা কুমিরের নেকলেস। এই হার গলায় পরতেই নাকি দাম ২০০ কোটি থেকে বেড়ে হয়েছে ২৭৬ কোটি। খবর কানে পৌঁছতেই অভিনেত্রী লেখেন, ‘‘এই হার আসলে পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের সাফল্য ও ব্যর্থতার প্রতীক।’’

প্রয়াত আরআরআর অভিনেতা
শোকের ছায়া ‘আরআরআর’ পরিবারে। প্রয়াত ছবির অন্যতম চরিত্র তথা পাশ্চাত্যের অন্যতম অভিনেতা রে স্টিভেনসন। ছবিতে গভর্নরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াণ হল অভিনেতার। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে তাঁর মুখপাত্রের তরফে। যদিও কীভাবে মৃত্যু হয়েছে অভিনেতার, তা এখনও স্পষ্ট নয়।

বিপাকে নোবেল
ঢাকার মতিঝিল থানায় বাংলাদেশের গায়ক নোবেলের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, একটি কনসার্টে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যাননি নোবেল। তারপরই ১৬ মে মতিঝিল থানায় প্রতারণার মামলা দায়ের হয় এই গায়কের বিরুদ্ধে। এরপর আটক করা হয় বিতর্কিত গায়ককে। তবে মঙ্গলবার, ২৩ মে জামিনে মুক্তি পান মঈনুল আহসান নোবেল।

গুজবের শিকার মন্দাকিনী
বলিউডের রেট্রো কুইনদের মধ্য়ে অন্য়তম ছিলেন মন্দাকিনী। সম্প্রতি জীবনের এক মজার ঘটনা শেয়ার করলেন তিনি। একবার শুটিং-এ থাকাকালীন গুজব ছড়ায় তাঁর বাবা নাকি তাঁকে গুলি করেছেন। সম্প্রতি কপিল শর্মার শো-এ অভিনেত্রাী সঙ্গীতা বিজলানির সঙ্গে হাজির হয়েছিলেন মন্দাকিনী। সেখানেই গল্প-আড্ডার মাধ্য়মে ভাগ করে নেন জীবনের অনেক অজানা কথা।

কেদারমাথে অক্ষয়
কেদারনাথ দর্শণ করলেন অক্ষয় কুমার। মন্দির চত্বরে উপস্থিত পুণ্যার্থীদের এ দিন ছিল উপচে পড়া ভিড়। সকলেই স্টারকে একবার কাছ থেকে দেখার আশায় শুরু করেন ঠেলাঠেলি। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়।