Hooghly News: সংগঠনে রদবদল, তুমুল বিক্ষোভ
সাংগঠনিক পদে রদবদল পছন্দ নয়,বিজেপি কর্মিদের বিক্ষোভ দলেরই জেলা সদর দপ্তরে। পঞ্চায়েত ভোট মিটতেই হুগলি সাংগঠনিক জেলায় মন্ডল সভাপতিদের বদল করলো হুগলি জেলা বিজেপি।আর এতেই ক্ষুব্ধ সদ্য প্রাক্তন মন্ডল সভাপতি ও তাদের অনুগামীরা।
সাংগঠনিক পদে রদবদল পছন্দ নয়,বিজেপি কর্মিদের বিক্ষোভ দলেরই জেলা সদর দপ্তরে। পঞ্চায়েত ভোট মিটতেই হুগলি সাংগঠনিক জেলায় মন্ডল সভাপতিদের বদল করলো হুগলি জেলা বিজেপি।আর এতেই ক্ষুব্ধ সদ্য প্রাক্তন মন্ডল সভাপতি ও তাদের অনুগামীরা।হুগলি জেলা বিজেপি কার্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।তাদের অভিযোগ যারা পঞ্চায়েত ভোটে দলের হয়ে কাজ করেনি এমন লোকদের মন্ডল সভাপতি করা হয়েছে।জেলায় ত্রিশটি মন্ডলের ২৩ টিতে সভাপতি বদল করা হয়েছে।বিজেপির নীচুতলার নেতৃত্বর সঙ্গে কোনো আলোচনা না করেই এই বদল করা হয়েছে বলে অভিযোগ তাদের।হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চরিয়েছেন বিজেপি কর্মিেদর একাংশ।তাদের অভিযোগ,সাংসদ ও সভাপতির ঘনিষ্ঠদের মন্ডল সভাপতি করা হয়েছে।যারা পঞ্চায়েত ভোটে মার খেলো তাদের বাদ দেওয়া হয়েছে কেন, এই কথা জিজ্ঞাসা করতে আজ চুঁচুড়া তিন নম্বর গেটে বিজেপি কার্যালয়ে অনুগামীদের নিয়ে জড়ো হন বিজেপি প্রাক্তন মন্ডল সভাপতিরা।কার্যালয়ে কাউকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পরেন।বিক্ষোভ দেখাতে থাকেন।বিজেপি ধনিয়াখালী মন্ডলের প্রাক্তন সভাপতি তনুশ্রী দাস বলেন,পঞ্চায়েত ভোটে আমরা পড়ে পড়ে মার খেলাম সভাপতিকে পাশে পাইনি।তৃণমূলের সঙ্গে লড়াই আমরা করছি আর পদ দেওয়া হচ্ছে অন্যদের।সভাপতি তৃনমূলের সঙ্গে সেটিং করেছেন।তৃনমূলের সঙ্গে টাকা তুলতে পারবে যারা তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তুষার মজুমদার বলেন,আমার সময়ই ওদের মন্ডল সভাপতি করা হয়েছিল। তাই এবিষয়ে জানাতেই পারেন।সবাই বিজেপির সৈনিক।ওদের জেলায় পদ দেওয়া হয়েছে, আরো বড় দায়িত্ব দেওয়া হবে।সেটা হয়ত বুঝতে পারছে না।কিসের সেটিং কার সঙ্গে সেটিং আমি জানি না। দুঃখে অভিমানে হয়তো ওরা বলেছে।এই রদবদল বদল আমি একা করিনি।সাংসদ জেলার চারজন জিএস রাজ্যের একাধিক নেতৃত্ব ছিলেন।আমি একা করিনি।।