WB Panchayat Elections 2023: প্রসাদে নকুলদানা, প্রচারে বিজেপি!

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 18, 2023 | 4:02 PM

WB Panchayat Elections 2023: হাওড়া জেলার মাকড়দা গ্রাম পঞ্চায়েত। মাকড়চন্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী । বিজেপি পতাকা। দলীয় স্লোগান সবকিছুর মধ্যে চোখ টানল এই পোস্টার।

হাওড়া জেলার মাকড়দা গ্রাম পঞ্চায়েত। মাকড়চন্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী । বিজেপি পতাকা। দলীয় স্লোগান সবকিছুর মধ্যে চোখ টানল এই পোস্টার। সত্যি প্রসাদ । নাকি নেহাতই কথার কথা। বিজেপি প্রার্থী অবশ্য বললেন মা তো সবার। তাছাড়া মারদাঙ্গা নয় বাংলার আসল সংস্কৃতি সম্প্রীতি। বিজেপি প্রার্থী বলেন, মায়ের প্রসাদে দলাদলি নেই তৃণমূলের মত। তাছাড়া নকুলদানা গুড় বাতাসা তো ওদেরই সৃষ্টি । ভোটের প্রচারে নকুলদানা গুড়বাতাসা প্রসাদ মনে করিয়ে দিল কাকে, সেটা কি আর বলে দিতে হবে?