Dooars: রাতের অন্ধকারে ঢুকল সে…
রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়লো অজগর, উদ্ধার করলো বনকর্মীরা। জঙ্গল থেকে সোজা বাড়িতে ঢুকে পড়লো ১২ ফিট লম্বা অজগর সাপ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলো বনকর্মীরা। ডুয়ার্সের বানারহাট ব্লকের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝাড় আলতাগ্ৰাম এলাকার ঘটনা।
রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়লো অজগর, উদ্ধার করলো বনকর্মীরা। জঙ্গল থেকে সোজা বাড়িতে ঢুকে পড়লো ১২ ফিট লম্বা অজগর সাপ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলো বনকর্মীরা। ডুয়ার্সের বানারহাট ব্লকের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝাড় আলতাগ্ৰাম এলাকার ঘটনা। জানা গেছে, গতকাল রাতে বানারহাট ব্লকের উত্তর ঝাড় আলতাগ্ৰাম এলাকায় এক ব্যাক্তির ঘরে ঢুকে পড়ে অজগর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে।পরবর্তীতে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে। অজগরটি সুস্থ থাকায় রাতেই সেটিকে জঙ্গলে ছেড়ে হয় বলে জানা গেছে। উল্লেখ্য জঙ্গল ছেড়ে ডুয়ার্সের লোকালয়ে মাঝেমধ্যেই ঢুকে পড়ে অজগর। খাবারের খোঁজে কখনো লোকালয়ে এসে আটকে পড়ে জালে, আবার কখনো হাঁস, মুরগির খাঁচায় ঢুকে পড়ে।