ODI World Cup: ওডিআই বিশ্বকাপে, ঘটবে বিরল ঘটনা!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 14, 2023 | 6:18 PM

এ বার একক ভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপ ফাইনাল।অক্টোবর-নভেম্বরে হবে ওডিআই বিশ্বকাপ

এ বছর ভারতে হবে বিশ্বকাপ। ২০১১ সালে ভারতে বিশ্বকাপ হলেও মিলিত ভাবে আয়োজনের দায়িত্বে ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও। এ বার একক ভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপ ফাইনাল।অক্টোবর-নভেম্বরে হবে ওডিআই বিশ্বকাপ।ভারতের মাটিতে বিশ্বকাপে এক অভিনব দৃশ্যও দেখা যাবে। ২০১৯ সালে ইংল্য়ান্ড বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে আয়োজক ইংল্য়ান্ড। রুদ্ধশ্বাস ফাইনালে বাউন্ডারি নিয়মে জিতেছিল তারা। প্রথম বার ওডিআই বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ইংল্য়ান্ড। নেতৃত্ব দিয়েছিলেন ইয়ন মর্গ্য়ান। আগামী বিশ্বকাপে অবশ্য় মর্গ্যান নেই। তেমনই গত বারের বিশ্বকাপে যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের অনেকেই নেই। অনেকে হয়তো খেলবেন দলের একজন সদস্য় হিসেবেই। গত বিশ্বকাপে রানার্স হয়েছিল নিউজিল্য়ান্ড। আইপিএলে প্রথম ম্য়াচেই গুরুতর চোট পেয়েছেন কেন উইলিয়ামসন। ওডিআই বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার অংশ গ্রহণকারী প্রতিটি দলেরই আগের বিশ্বকাপের অধিনায়করা নেতৃত্বে থাকবেন না। ভারতীয় দলকে গত বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। তিন ফরম্য়াটেই নেতৃত্ব ছেড়েছেন বিরাট। এ বারের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মা। তেমনই ইংল্য়ান্ডকে নেতৃত্ব দেবেন জস বাটলার। মর্গ্য়ানের পর সাদা বলে পুরোপুরি নেতৃত্ব দেওয়া হয় বাটলারকে। দায়িত্ব নিয়েই দ্বিতীয় বার দেশকে টি-টোয়েন্টিতে চ্য়াম্পিয়ন করেছেন জস। নিউজিল্য়ান্ডের নেতৃত্বে দেখা যাবে টম ল্য়াথামকে। গত বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বে ছিলেন সরফরাজ আহমেদ। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে নেতৃত্বে দেখা যাবে বাবর আজমকে। ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে দেখা যেতে পারে শেই হোপকে। গত বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন জেসন হোল্ডার। সব দলেই ২০১৯’র থেকে পুরোপুরি ভিন্ন অধিনায়ক।