Indian Cobra Rescue: বিষধর গোখরো উদ্ধার!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 26, 2023 | 3:35 PM

বিষধর গোখরো উদ্ধার ফারাক্কায়। গায়ে অ্যাসিড, ফিনাইল পড়ে অসুস্থ সাপকে চিকিৎসা করে জীবন দান। ঘটনাটি ঘটে বুধবার সকাল 5.50 নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা রেল কলোনীতে। স্থানীয় সুত্রে জানাযায়, রেল কলোনীর একটি বাড়ীতে ইলেকট্রিক পাম্পের পাশেই সাপ দেখে চমকে ওঠেন বাড়ির সবাই।

বিষধর গোখরো উদ্ধার ফারাক্কায়। গায়ে অ্যাসিড, ফিনাইল পড়ে অসুস্থ সাপকে চিকিৎসা করে জীবন দান। ঘটনাটি ঘটে বুধবার সকাল 5.50 নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা রেল কলোনীতে। স্থানীয় সুত্রে জানাযায়, রেল কলোনীর একটি বাড়ীতে ইলেকট্রিক পাম্পের পাশেই সাপ দেখে চমকে ওঠেন বাড়ির সবাই। সাপ উদ্ধারের জন্য সাহায্য চেয়ে ফোন করেন বর্তমানে ফরাক্কা সার্কেলের একজন শিক্ষক কে। যিনি শিক্ষকতার পাশাপাশি বাড়ির মধ্য থাকা সাপকে উদ্ধার করে তার নিরাপদ স্থানে তাকে ছেড়ে আসার পরিষেবা দিয়ে থাকেন। শিক্ষকের নাম প্রলয় চ্যাটার্জী। শিক্ষক চ্যাটার্জী সরকার জানান, রেল কলোনীর বাড়িতে পৌঁছে দেখি বাড়ির লোকজন সাপের আসে পাশে কার্বলিক অ্যাসিড ও ফিনাইল ছড়িয়ে জাল দিয়ে ঘিরে রেখেছেন সাপটিকে। বেচারা ব্যাঙকে তাড়া করে খেতে গিয়ে আটকেও পড়ে ওই জালে। গায়ের বিভিন্ন জায়গায় লেগে যায় ক্ষতিকর কার্বলিক অ্যাসিড ও ফিনাইল। জাল কেটে সাপটি কে উদ্ধারের পরেও দেখা যায় সাপটি ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে কাঁপতে শুরু করেছে। এমন অবস্থায় বেশিক্ষণ থাকলে সাপ টির মৃত্যু অনিবার্য বলে জানান। অ্যাসিডের ক্ষমতা কমানোর জন্য সার্ফ জলে তাকে মাথা ধরে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়। তারপর সাপটিকে পরিষ্কার জলেও স্নান করানো হয়। সাপটির শারীরিক অবস্থার উন্নতি হলে ব্যাগে ভরে খবর দেয় বনদপ্তরের বাগদাবারা বিট অফিসে। এখন সাপটি প্রায় সুস্থ হয়ে উঠেছে। বনদপ্তরের তরফ থেকে সাপটি কে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা সাপটি কে কিছু ক্ষণ পর্যবেক্ষণ করে তার শারীরিক অবস্থা আরও একটু স্থিতিশীল হলে তাকে পুনরায় পরিবেশে ফিরিয়ে দেবেন বলে জানাযায়।