FIFA World Cup 2022: কাতারে ভারতীয়দের সব সমস্যার সমাধান, কীভাবে?
আর এবার কাতারে বিশ্বকাপ দেখতে আসা ভারতীয়দের যেকোন রকম সমস্যার সমাধানে প্রস্তুত ভারতীয় দূতাবাস। ভারতীয় সমর্থকদের জন্য চালু হয়েছে এই হেল্পলাইন নম্বর। যেকোন রকমের সমস্যার সমাধান মিলবে এই নম্বরে। যে কোনও জরুরি প্রয়োজনে ভারতীয়দের পরিষেবা দেবে এই হেল্পলাইন নম্বর।
শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, কাতার বিশ্বকাপ ২০২২। মাঝে বাকি আর কটা দিন। ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে দর্শক-সমর্থকরা কাতারে ভিড় জমাতে শুরু করেছেন। আর এবার কাতারে বিশ্বকাপ দেখতে আসা ভারতীয়দের যেকোনও রকম সমস্যার সমাধানে প্রস্তুত ভারতীয় দূতাবাস। ভারতীয় সমর্থকদের জন্য চালু হয়েছে এই হেল্পলাইন নম্বর। যেকোনও রকমের সমস্যার সমাধান মিলবে এই নম্বরে। যে কোনও জরুরি প্রয়োজনে ভারতীয়দের পরিষেবা দেবে এই হেল্প লাইন নম্বর।
কাতারে বিশ্বকাপ দেখতে গিয়ে সমস্যায় পড়লে ফোন করবেন কোন নম্বরে? জেনে নিন।
কাতারের ভারতীয় দূতাবাসের হেল্পলাইন:
যোগাযোগ নম্বর: +৯৭৪ ৩৯৯৩ ১৮৭৪, +৯৭৪ ৩৯৯৩ ৬৭৫৯, +৯৭৪ ৩৯৯৩ ৪৩০৮
দূতাবাসের ই-মেল: indemb.fifahelpline@gmail.com
দূতাবাসের ঠিকানা: ভিলা নং ৮৬ এবং ৯০, আল এথিরা স্ট্রিট, জোন ৬৩ আনাইজা,দোহা
Published on: Nov 16, 2022 04:54 PM