Indian Hockey Team Captain: মাটির বাড়িতে থেকেই স্বপ্ন পূরণ উত্তমের
অধিনায়ক উত্তম সিং, ভারতীয় জুনিয়র হকি টিমের ক্যাপ্টেন। একটা সময় তিনি মাটির বাড়িতে থাকতেন। উত্তম সিংয়ের নেতৃত্বেই ভারত, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে।
অধিনায়ক উত্তম সিং, ভারতীয় জুনিয়র হকি টিমের ক্যাপ্টেন। একটা সময় তিনি মাটির বাড়িতে থাকতেন। কিন্তু উত্তম সিং কখনও হার মানেননি। উত্তরপ্রদেশের করমপুর জেলায় থাকতেন। উত্তম সিংয়ের নেতৃত্বেই ভারত, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে।
২০১৯ সাল পর্যন্ত তিনি ও তাঁর পরিবার মাটির ঘরে থাকতেন। সাধারণ জীবন কাটাতেন হস্টেল যাওয়ার আগে পর্যন্ত। উত্তম অনেক কষ্ট করে হকিতে উন্নতি করেছেন। আশাবাদী ছিলেন , তাঁর সাফল্যের ব্যাপারে। একটা সময় অনেক চেষ্টা করেও উত্তম সিং সুযোগ পাননি ভারতীয় দলে। ২০১৯ সালে সুযোগ পেয়েছিলেন ভারতীয় জুনিয়র হকি দলে। উত্তম সিং ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সুলতান অব জহর কাপে। এখন লক্ষ্য জুনিয়র হকি বিশ্বকাপ জয় করা। জুনিয়র হকি বিশ্বকাপ হবে ২০২৩ সালের ৫-১৬ ডিসেম্বর।