IRCTC Rules on Pets: কীভাবে পোষ্যকে নিয়ে ট্রেনে যাবেন?
ট্রেনে করে পোষ্যকে নিয়ে কীভাবে ঘুরতে যাবেন জানেন? আপনাকে যেকোনও প্রিমিয়াম ট্রেন বা নন প্রিমিয়াম ট্রেনের টিকিট কাটতে হবে। সেই ট্রেনে থাকতে হবে এসি ফার্স্ট ক্লাস কোচ আপনাকে কেবিন বা কুপ বুক করতে হবে।
পুজোর সময় অনেকেই বাইরে ঘুরতে যেতে ভালবাসেন। কিন্তু বাড়িতে পোষ্য রেখে বাইরে ঘুরতে যেতে অনেকেরই ভাল লাগেনা। ট্রেনে করে পোষ্যকে নিয়ে কীভাবে ঘুরতে যাবেন জানেন? আপনাকে যেকোনও প্রিমিয়াম ট্রেন বা নন প্রিমিয়াম ট্রেনের টিকিট কাটতে হবে। সেই ট্রেনে থাকতে হবে এসি ফার্স্ট ক্লাস কোচ আপনাকে কেবিন বা কুপ বুক করতে হবে। ট্রেনের টিকিট কাটার পর রেলের রিজার্ভেশন অফিসে যেতে হবে। সেখানে আপনাকে চিঠি লিখতে হবে রেলের চিফ কমার্শিয়াল অফিসারকে। চিঠির সঙ্গে জমা দিতে হবে ট্রেনের টিকিটের কপি, পোষ্যের টিকাকরণের সার্টিফিকেট। ট্রেনে যাত্রার ২দিন আগে, পশু চিকিৎসকের থেকে নিতে হবে পোষ্যের ফিটনেস সার্টিফিকেট। ট্রেনে যাত্রার দিনে, স্টেশনে ২ ঘন্টা আগে যেতে হবে। আপনাকে যেতে হবে পার্সেল অফিসে। সেখান থেকে আপনাকে কনফার্ম টিকিট ও টীকাকরণের সার্টিফিকেট নিতে হবে। এখানেই আপনি জানতে পারবেন আপনার পোষ্যকে নিয়ে ট্রেনে নিয়ে যেতে পারবেন কিনা। তারপর আপনার পোষ্যকে ওজন করাতে হবে। ১ কেজি ওজনের জন্য রেল ৩০ টাকা মূল্য ধার্য করে। এই ভাবেই পোষ্যকে নিয়ে ট্রেনে ঘুরতে যাওয়া যাবে।