Visa Free Travel: ভিসামুক্ত ভ্রমণ
ভারতীয়দের এই দেশে যেতে ভিসা লাগে না। বার্বাডোস, কুক আইল্যান্ড, ওমান, ফিজি ও ভুটানে যেতে ভারতীয়দের লাগে না পাসপোর্ট। সম্প্রতি আইএটিএ অনুমোদিত একটি সংস্থার নিরিখে ৫ ধাপ উঠে আসে ভারতীয় পাসপোর্ট। এখন ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
ভারতীয়দের এই দেশে যেতে ভিসা লাগে না। বার্বাডোস, কুক আইল্যান্ড, ওমান, ফিজি ও ভুটানে যেতে ভারতীয়দের লাগে না পাসপোর্ট। সম্প্রতি আইএটিএ অনুমোদিত একটি সংস্থার নিরিখে ৫ ধাপ উঠে আসে ভারতীয় পাসপোর্ট। এখন ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। ভিসামুক্ত ভ্রমণের তালিকার শীর্ষে বার্বাডোস। এখানে ১৬৫৪য় প্রতিষ্ঠিত একটি ইহুদি মন্দির রয়েছে। নিউজিল্যান্ড ভূখণ্ডের একটি অংশ কুক আইল্যান্ড। নিউজিল্যান্ডের রাজা স্বয়ং এই দেশের রাষ্ট্রপ্রধান। সুন্দর এই দেশে যেতেও লাগে না ভিসা। পশ্চিম এশিয়ায়র একটি আরব দেশ ওমান। সবসময় দেশটি পর্যটকদের আপ্যায়নে সেজেগুজে থাকে। ফিজির অপর নাম ‘লিটল ইন্ডিয়া’। ফিজি যেন ক্যালেন্ডারের পাতা থেকে উঠে আসা এক টুকরো ছবি। প্রকৃতি প্রেমিকদের কাছে ফিজি যেন স্বর্গ। ভারতীয় পাসপোর্ট থাকলে ভুটান যেতে ভিসা লাগে না। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। নীল জলরাশি ও হলুদ বালুকাবেলার মরিশাসও ভারতীয়দের জন্য ভিসামুক্ত।