India’s Highest CC Bike: ভারতে কত সিসির বাইক চালানো যায় জানেন?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 08, 2023 | 6:11 PM

অনেকেই স্পোর্টস বাইক কেনেন। ঘুরতে যাবার জন্য অনেকে টুর বাইক কেনেন। এই বাইকের ইঞ্জিনের সিসি বেশি হয়। যে বাইকের যত বেশি সিসি হবে, সেই বেশি শক্তি উৎপন্ন করে। স্পোর্টস বাইকের ইঞ্জিনের সিসি অনেকটাই বেশি থাকে। স্পোর্টস বাইকের ওজন বেশি হয়। কমিউটার বাইকে সিসি কম রাখা হয়।

অনেকেই বাইক কেনেন সিসি দেখে। অনেকেই হয়তো সিসি কথাটার মানে জানেন না। অনেকেই স্পোর্টস বাইক কেনেন। ঘুরতে যাবার জন্য অনেকে টুর বাইক কেনেন। এই বাইকের ইঞ্জিনের সিসি বেশি হয়। যে বাইকের যত বেশি সিসি হবে, সেই বেশি শক্তি উৎপন্ন করে। স্পোর্টস বাইকের ইঞ্জিনের সিসি অনেকটাই বেশি থাকে। স্পোর্টস বাইকের ওজন বেশি হয়। কমিউটার বাইকে সিসি কম রাখা হয়। এই বাইকের ওজনও কম থাকে । ভারতের বাইক চালাতে গেলে ইঞ্জিনের ক্যাপাসিটির কোন লিমিট নেই। দূষণের জন্য একাধিক নিয়ম আছে। বেশি সিসির বাইক থেকে দূষণের মাত্রা বেশি হলে, তা অবৈধ হতে পারে। বাজারে বিভিন্ন সিসির বাইক পাওয়া যায়। ২৫০সিসি,৩৫০ সিসি ,৫০০ সিসি বা তার বেশি সিসিরও বাইক পাওয়া যায়।