Golden Visa For Indian: ভারতীয়দের গোল্ডেন ভিসার সুযোগ!
এবার শুরু হয়ে গেল গোল্ডেন ভিসা।পর্যটক ও বিনিয়োগ টানতে ইন্দোনেশিয়ার সরকার চালু করল এই গোল্ডেন ভিসা। ওই গোল্ডেন ভিসার মেয়াদ ৫-১০ বছর।খুব সহজেই গোল্ডেন ভিসা পাবেন ভারতীয়রা।
এবার শুরু হয়ে গেল গোল্ডেন ভিসা।পর্যটক ও বিনিয়োগ টানতে ইন্দোনেশিয়ার সরকার চালু করল এই গোল্ডেন ভিসা। ওই গোল্ডেন ভিসার মেয়াদ ৫-১০ বছর।খুব সহজেই গোল্ডেন ভিসা পাবেন ভারতীয়রা।গোল্ডেন ভিসা থাকলে আপনি ইন্দোনেশিয়ায় নাগরিকত্ব পেতে পারবেন খুব সহজে।এমনকি সেখানে কেনা যাবে সম্পত্তিও ।ইন্দোনেশিয়ায় বিদেশি পর্যটকরা খুব সহজে ফ্ল্যাট বা গাড়ি কিনতে পারবেন ।গোল্ডেন ভিসায় উৎসাহিত হবে পর্যটক ও বিনিয়োগকারীরা। এবার বাড়বে সেখানকার জনসংখ্যা ।শিল্পের বিকাশ ঘটবে বেশি করে।বাড়বে কর্মসংস্থানের সুযোগ।এই গোল্ডেন ভিসার খরচ এখনও জানানো হয়নি।ইন্দোনেশিয়ায় ক্রমশ বাড়ছে ভারতীয় পর্যটকদের সংখ্যা।সেখানে আছে ভিসা অন অ্যারাইভাল পরিষেবার সুযোগ।সেখানে আপনি বিমানবন্দরে নেমে ভিসা নেওয়া যায়।