Bollywood Gossip: ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক পাকাপাকিভাবে ভাঙছে বরখা-ইন্দ্রনীলের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 26, 2023 | 9:28 PM

বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক। নানা ঝড় মাথার ওপর দিয়ে বয়ে গেলেও, কোথাও গিয়ে যেন বরখা ও ইন্দ্রনীল বিয়েটা আইন মতে টিকিয়ে রাখর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে ১৫ বছরের মাথায় থামতে চলেছে পথচলা। বরখার কথায় খুব শীঘ্রই আইনি বিচ্ছেদ হয়ে যাবে তাঁদের

বিচ্ছেদের পথে বরখা-ইন্দ্রনীল
বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক। নানা ঝড় মাথার ওপর দিয়ে বয়ে গেলেও, কোথাও গিয়ে যেন বরখা ও ইন্দ্রনীল বিয়েটা আইন মতে টিকিয়ে রাখর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে ১৫ বছরের মাথায় থামতে চলেছে পথচলা। বরখার কথায় খুব শীঘ্রই আইনি বিচ্ছেদ হয়ে যাবে তাঁদের।

সরব সুদীপ্তা চক্রবর্তী
বাংলা নববর্ষে মুক্তি পেয়েছে প্রজেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘শেষ পাতা’। অধিকাংশেরই মত, প্রকৃত অর্থে ভাল ছবি। যদি তাই-ই হয়, তবে কেন এবার দর্শকেরা বিমুখ? সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। লিখলেন, “বাংলা ছবি ভাল হয়না” বলে মোদের উপর রাগ? তোমরা যে ‘শেষ পাতা’র মতো অসাধারণ সিনেমা না দেখে, সিনেমাটা hall থেকে উঠিয়ে দিতে প্রায় বাধ্য করো, তার বেলা?

কার অপেক্ষায় যশ?
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। মাঝেমধ্যেই তাঁর পোস্ট ভক্তদের নজর কাড়ে। তবে এবার এ কী লিখলেন অভিনেতা? ‘তুমি যদি একা হও, তবে আমি তোমারই অপেক্ষায়…’ কার উদ্দেশে লিখলেন এই কথা? উত্তর খুঁজছে নেটদুনিয়া।

অরিজিতের জন্মদিন সেলিব্রেশন
২৫ এপ্রিল ৩৬-এ পা দিলেন সবার প্রিয় অরিজিৎ সিং। সহজ মানুষের জন্মদিনটাও পালন হল সহজভাবেই। দুঃস্থ শিশুদের পেট ভরল গায়কের জন্মদিনে। অরিজিতের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং-এর জিয়াগঞ্জে একটি রেস্তোরাঁ রয়েছে। সেখানেই ছেলের জন্মদিনে দুঃস্থ মানুষদের পেট ভরে খাওয়ানোর উদ্য়োগ নিয়েছিলেন তিনি। ওইদিন রেস্তোরাঁর দুয়ার খোলা ছিল সকলের জন্য।

‘জওয়ান’ নিয়ে কোর্টের নির্দেশ
শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’-এর শুটিং-এর ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ছবির প্রযোজনা সংস্থার তরফে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়। মঙ্গলবার, ২৫ এপ্রিল ছিল এই মামলার শুনানি। বিচারপতি সি হরিশঙ্কর গুগল, টুইটার, রেডিট, ইউটিউব-সহ যাবতীয় সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ‘জওয়ান’-এর ফাঁস হওয়া ২টি ভিডিয়ো সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রশ্নের মুখে ‘ও মাই গড ২’
বড়পর্দায় মুক্তি পাবে নাকি ওটিটিতে? ‘ও মাই গড ২’ ছবির ভবিষ্যৎ কী? ছবির খবর গত একবছরে ভাইরাল হলেও, মুক্তি নিয়ে এখনও মিলছে না কোনও সঠিক উত্তর। বর্তমানে দেশের বাইরে রয়েছেন অক্ষয় কুমার। ছবি নিয়ে প্রযোজনা সংস্থা তাই জানাল, আক্কি দেশে ফিরলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

‘মন’-এর হিরো এবার ‘মন কি বাত’-এ?
২০১৪-এর ৩ অক্টোবর পথচলা শুরু, দেখতে-দেখতে ৯৯ এপিসোড পার করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অনুষ্ঠান ‘মন কি বাত।’ আগামী রবিবার এই অনুষ্ঠানের ১০০তম এপিসোড সম্প্রচারকে ঘিরে অভিনব উদ্যোগ নিল কেন্দ্র। প্রসার ভারতীর তরফে দিল্লির বিজ্ঞান ভবনে কনক্লেভের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের ১০০ জন অতিথিকে আহব্বান জানানো হয়েছে এই অনুষ্ঠানে। যার মধ্য়ে রয়েছেন বলিউড তারকা আমির খান, রবীনা টান্ডন এবং বিশিষ্ট অ্যাথলিটরা।

এ কী বলল নমোশি?
মিঠুন চক্রবর্তীর ছেলে নমোশি চক্রবর্তী বর্তমানে লাইম লাইটে। মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি ‘ব্যাড বয়’। ছোট থেকেই বিলাসিতায় বেড়ে ওঠা নমোশি বাবাকে নিয়ে এ কী বললেন? ছোট থেকে যে বাড়িতে মিঠুন চক্রবর্তী বেড়ে উঠেছেন, সেই বাড়িতে থাকার কথা ভাবতেই পারেন না তিনি। বাবার স্বপ্ন দেখার সাহসকে কুর্ণিশ জানান নমোশি।

রালিয়ার সন্তানের ডাক নাম
আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার মুখ এখনও কেউ দেখেনি। তবে মেয়ের ডাক নাম এবার প্রকাশ্যে আনলেন আলিয়া। সম্প্রতি রাহা প্রসঙ্গে মুখ খুলে জানালেন, তিনি ও রণবীর আদর করে রাহাকে চেতন বলেই ডাকেন।