Salil Parekh: বেতন কমে ১৫.৬ কোটি, তবুও বেতন ৫৬.৪ কোটি!
ইনফোসিসের মার্কেট ক্যাপিটাল আছে ৫.৪৭ লক্ষ কোটি টাকা। তিনি ৩০ বছর ধরে এই সংস্থাতে কাজ করছেন। সলিল পারেখ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি আমেরিকাতে যান পড়াশোনা করতে। সেখানে স্নাতক হন কম্পিউটার সায়েন্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে
ইনফোসিসের এমডি এবং সিইও সলিল পারেখ। তাঁর বেতন এতটাই বেশি যা শুনলে অবাক হবেন। ইনফোসিসের মার্কেট ক্যাপিটাল আছে ৫.৪৭ লক্ষ কোটি টাকা। তিনি ৩০ বছর ধরে এই সংস্থাতে কাজ করছেন। সলিল পারেখ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি আমেরিকাতে যান পড়াশোনা করতে। সেখানে স্নাতক হন কম্পিউটার সায়েন্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইওয়াই- নামক সংস্থার জন্য বিশেষ ভূমিকা নেন। ২০২১-২২ সালে তাঁর আয় ছিল ৭১ কোটি। কিন্তু সেই আয় কমে যায় ২০২২-২৩ সালে। আয় কমে যায় ২১%। গত বছরে তাঁর আয় ছিল ৫৬.৪ কোটি। আগের বছরের থেকে বেতন কম ছিল ১৫.৬ কোটি। সলিল পারেখের বেতন কমে যাওয়ার কারণ কম স্টক অপশন।