IRCTC, CONCOR Stock: যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে রেলের এই শেয়ার, বিনিয়োগ করবেন নাকি?
Indian Railways Stock: আইআরসিটিসির শেয়ারের দাম ২০২১ সালের ১ অক্টোবরের দামের প্রায় কাছাকাছিই রয়েছে। একই অবস্থা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা কনকোরের শেয়ারের। ২০২১ সালের ৯ সেপ্টেম্বরের দামের আশেপাশেই রয়েছে এই শেয়ারের দামও।
জাতীয় রেল নীতি ২০৩০ অনুযায়ী রেলের ১০০% বৈদ্যুতিকরণ, নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর ও নতুন হাইস্পিড রেল করিডোর তৈরির পরিকল্পনা রয়েছে। আর এর ফলে বাজেটে রেলর জন্য বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে অবশ্যই পাল্লা দিয়ে বাড়বে রেলের বিভিন্ন শেয়ারের দাম। আইআরসিটিসির শেয়ারের দাম ২০২১ সালের ১ অক্টোবরের দামের প্রায় কাছাকাছিই রয়েছে। একই অবস্থা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা কনকোরের শেয়ারের। ২০২১ সালের ৯ সেপ্টেম্বরের দামের আশেপাশেই রয়েছে এই শেয়ারের দামও।
Published on: Jan 14, 2025 08:04 PM