Effects of Paracetamol: প্যারাসিটামলে বাড়ছে বিপদ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 14, 2023 | 7:38 PM

জ্বর, সর্দি, কাশি বা হাতে পায়ে ব্যথায় আমরা অনেকেই ৫০০ বা ৬৫০ মিলিগ্রামের প্যারাসিটামল ট্যাবলেট খাই। এটা ট্যাবলেট দোকান থেকে কিনতেও লাগে না ডাক্তারের প্রেসক্রিপশন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে আত্মহত্যা করতে ব্রিটেনবাসী ব্যবহার করছেন প্যারাসিটামল ট্যাবলেট।

জ্বর, সর্দি, কাশি বা হাতে পায়ে ব্যথায় আমরা অনেকেই ৫০০ বা ৬৫০ মিলিগ্রামের প্যারাসিটামল ট্যাবলেট খাই। এটা ট্যাবলেট দোকান থেকে কিনতেও লাগে না ডাক্তারের প্রেসক্রিপশন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে আত্মহত্যা করতে ব্রিটেনবাসী ব্যবহার করছেন প্যারাসিটামল ট্যাবলেট। অতিরিক্ত প্যারাসিটামল একসঙ্গে খেয়ে আত্মঘাতী হচ্ছেন অনেকে।

একসঙ্গে বেশি পরিমাণে প্যারাসিটামল খেলে তা বিষের কাজ করে। এতে লিভার সম্পূর্ণরূপে নষ্ট হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সরকারকে পরামর্শ দিয়েছে যাতে রাশ টানা হয় প্যারাসিটামল বিক্রিতে। মেডিসিন ও হেলথ কেয়ার প্রডাক্ট রেগুলেটরি এজেন্সিকে এই বিষয়ে বিবেচনা করে দেখতে বলেছে ব্রিটেন সরকার। প্রতি বছরে ৫ হাজার মানুষ ব্রিটেনে আত্মহত্যা করেন। আত্মহত্যার প্রবণতাযুক্ত ও সংকটজনক ২ লক্ষ ব্রিটেনবাসী। ব্রিটেন ছাড়াও অন্য দেশেও প্যারাসিটামলের বিষক্রিয়া নিয়ে সচেতনতা ছড়াতে চাইছে বিভিন্ন সংস্থা।