Bhangar Trinamool News: ভাঙড়ে ভাঙন অব্যাহত

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Nov 15, 2023 | 5:38 PM

পঞ্চায়েত বোর্ড গঠনের পরেও ভাঙড়ে আইএসএফের ভাঙন অব্যাহত। একে একে আইএসএফের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছেন। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে দাবি তৃণমূলের।

পঞ্চায়েত বোর্ড গঠনের পরেও ভাঙড়ে আইএসএফের ভাঙন অব্যাহত। একে একে আইএসএফের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছেন। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে দাবি তৃণমূলের। মঙ্গলবার ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগদেন চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ নেতা মো: ইদ্রিশ মোল্লা।

ইদ্রিশ চালতাবেড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি গ্রামের আইএসএফের বুথ সভাপতি ছিলেন। শওকত- আরাবুলের হাত থেকে এদিন তিনি পতাকা নিয়ে বলেন, গ্রামের উন্নতির জন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি। এতদিন ওই এলাকায় কোন উন্নতি করতে পারেনি আইএসএফ। তৃণমূল যে ভাবে গোটা রাজ্যে উন্নতি করছে তাতে আমাদের এলাকায় উন্নতি হবে এই আশায় আমি তৃণমূলে যোগদান করেছি।

এদিন যোগদান মঞ্চে শওকত মোল্লা আই এস এফের প্রতি তোপ দেগে বলেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কোন কিছু করার ক্ষমতা নেই। গত আড়াই বছর তিনি ভাঙড়ের বিধায়ক হয়ে ভাঙড়কে আরও পিছিয়ে দিয়েছেন। এলাকার কোন উন্নয়নে মন নেই।