Viral Video: মহিষের ভয়ে পালাল জাগুয়ার!
মুখে কামড়ে ধরে আছে একটি মহিষ শাবককে। তা দেখেই সেখানে উপস্থিত হয় এক দল মহিষ। তারাও ঝাঁপিয়ে পড়ে জাগুয়ারের গায়ে। সেই দেখে ভয় পেয়ে যায় জাগুয়ারটি
একটি ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে,বনের মাঝে একটি রাস্তা। আর সেই রাস্তায় গাড়ি পার্ক করা রয়েছে। এর হঠাৎই বনের ভিতর থেকে একটি জাগুয়ার দ্রুত গতিতে বেরিয়ে আসে। মুখে কামড়ে ধরে আছে একটি মহিষ শাবককে। তা দেখেই সেখানে উপস্থিত হয় এক দল মহিষ। তারাও ঝাঁপিয়ে পড়ে জাগুয়ারের গায়ে। সেই দেখে ভয় পেয়ে যায় জাগুয়ারটি। মহিষের দল তাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে জাগুয়ারটি মহিষটিকে ছেড়ে দেয়। সেই মুহূর্তেই জীবন বাঁচিয়ে পালাতে হয় জাগুয়ারকে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘top_tier_wilderness’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।