Banarhat Jalpaiguri Elephant: গ্রিলের দরজা ভেঙে ঢুকল হাতি!
গ্রিলের দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল দলছুট দাঁতাল। দুই সন্তানকে নিয়ে পালিয়ে কোনরকমে প্রাণে বাঁচলেন অসহায় মা। হাড়হিম করা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে বানারহাট থানার অন্তর্গত আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ি বস্তিতে।
গ্রিলের দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল দলছুট দাঁতাল। দুই সন্তানকে নিয়ে পালিয়ে কোনরকমে প্রাণে বাঁচলেন অসহায় মা। হাড়হিম করা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে বানারহাট থানার অন্তর্গত আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ি বস্তিতে। গতকাল রাতে পরপর হামলা চালিয়ে মোট ৬টি বাড়ি গুঁড়িয়ে দেয় বেপরোয়া হাতিটি।হাতির তান্ডবে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে ।
স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ হাতিটি প্রথমে রেখা ছেত্রী নামে এক মহিলার বাড়ির বেড়া ভেঙে উঠোনে আসে। এরপর বারান্দার দরজার গ্রিল ভেঙে ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরে হাতি ঢুকেছে বুঝতে পেরে দুই ছেলেমেয়েকে কোলে নিয়ে হাতির পাশ দিয়েই কোনরকমে পালিয়ে যান ওই মহিলা। দাঁতালটি ওই বাড়ির একটি স্কুটি শূঁড়ে তুলে আছাড় দিয়ে ভেঙে দেয়। রেখা দেবী বলেন, ‘এই নিয়ে ৭ দিনের মধ্যে দু’বার বাড়িতে দাঁতালটির হামলা হল। কীভাবে থাকব বুঝে ওঠাই দায়। স্বামী কাজের জন্য কেরলে থাকেন। দুই সন্তানকে নিয়ে রাতে এখন আর দুই চোখের পাতা এক করতে পারছি না।‘ ওই বাড়ি থেকে বেরিয়ে এরপর বেপরোয়া হাতি আরও ৫ জনের বাড়িতে হামলা চালায়।
বন দপ্তরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, ‘হাতির গতিবিধির প্রতি সতর্ক নজর রেখে চলা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের জন্যে আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।‘