Jalpaiguri Police: রোমিও আটকাতে পুলিশের তালিম ছাত্রীদের
সুরক্ষা কবজ হিসেবে "বিজয়িনী " বাহিনী গড়ে মেয়েদের আত্মরক্ষার পাঠ শুরু করলো জলপাইগুড়ি জেলা পুলিশ। চলার পথে যদি কোনও বিপদে পড়ে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে তার জন্য জলপাইগুড়ি পুলিশ লাইনে জলপাইগুড়ি শহরের অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীকে নিয়ে শুরু হলো ক্যারাটে,কুংফু কর্মসূচি।
সুরক্ষা কবজ হিসেবে “বিজয়িনী ” বাহিনী গড়ে মেয়েদের আত্মরক্ষার পাঠ শুরু করলো জলপাইগুড়ি জেলা পুলিশ।চলার পথে যদি কোনও বিপদে পড়ে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে তার জন্য জলপাইগুড়ি পুলিশ লাইনে জলপাইগুড়ি শহরের অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীকে নিয়ে শুরু হলো ক্যারাটে,কুংফু কর্মসূচি।শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন জেলার দক্ষ পুলিশ কর্মী। ৫ দিনের এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করলেন জলপাইগুড়ি র পুলিশ সুপার উমেশ খন্ডবহালে
এই উপলক্ষে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি পুলিশ লাইনে ছিলো সাজো সাজো রব। ঘড়ি ধরে ঠিক সকাল ৯ টায় প্রশিক্ষন শিবির “বিজয়িনী” উদ্বোধন হয়ে যায়। উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ।
এদিন শুধু বিজয়িনী প্রশিক্ষন শিবিরের উদ্বোধন হয়নি। একইসাথে ছাত্রীদের বিভিন্ন অধিকার, যৌন নিগ্রহ,পাচার ইত্যাদি বিষয়ে
সচেতনতার পাঠ দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি এদিন জলপাইগুড়ি জেলার কৃতী ছাত্রছাত্রীর সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় পড়িয়ে সকলের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়িনী নামাঙ্কিত টি শার্টের উদ্বোধন করেন জেলা পুলিশের আধিকারিকরা।
পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন আমাদের এই প্রশিক্ষন শিবিরের নাম দেওয়া হয়েছে বিজয়িনী। এখানে আজ প্রথম পর্যায়ে ৫০ জন ছাত্রীকে নিয়ে প্রশিক্ষন শিবির শুরু হোলো। এরপর আমরা জেলার সমস্ত থানাতে এই জাতীয় প্রশিক্ষন শিবিরের আয়োজন করবো। এখানে ৫ দিনের ক্যাম্প হবে। ছাত্রীদের প্রথমে আত্মরক্ষার পাঠ দেওয়া হবে। একইসাথে তাদের অধিকার,যৌন নিগ্রহ,বাল্য বিবাহ ইত্যাদি বিষয়ে সচেতন করা হবে।
স্কুলের প্রধান শিক্ষক ক্ষৌনিশ গুহ বলেন এটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। আমরা এইজন্য পুলিশ সুপারকে ধন্যবাদ দিতে চাই। আমার স্কুলের ছাত্রীরা এই সুযোগ পাওয়ায় আমরা আপ্লুত।
পূজা দাস নামে এক ছাত্রী বলেন আমরা এখানে তালিম নেওয়ার পর স্কুলের বান্ধবীদের তালিম দেব। এতে সবার উপকার হবে।