Jamai Sasthi 2023: জামাইষষ্ঠীর ব্রত পালনের প্রতিটি নিয়ম জানা আছে?
জামাই বরণে যেন কোনও খামতি না থাকে সেই নজর থাকে সব শ্বশুরবাড়িতেই। আর তাই জামাই ষষ্ঠীর কেনাকাটিতে থাকে না কোনও কার্পণ্য। মেয়ে জামাই আত্মীয়স্বজনকে ডেকে সাজ সাজ রব। খাওয়া দাওয়া গল্প আড্ডায় মেতে ওঠে বাঙালি।
জানেন এবছর কবে পড়েছে জামাই ষষ্ঠী? সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। ২৫ মে, বৃহস্পতিবার, ১০ বৈশাখ, ১৪৩০। ষষ্ঠী শুরু ২৫ মে রাত ৩টে থেকে। শেষ ২৬ মে, শুক্রবার ১১ বৈশাখ ভোর ৫টা ১৯ পর্যন্ত। জামাই ও শাশুড়ির সম্পর্কের বন্ধন সুদৃঢ় করে জামাই ষষ্ঠী। ফল, সুস্বাদু খাবার আর ইলিশের চাহিদা তুঙ্গে ওঠে এই সময়ে। জামাই বরণে যেন কোনও খামতি না থাকে সেই নজর থাকে সব শ্বশুরবাড়িতেই। আর তাই জামাই ষষ্ঠীর কেনাকাটিতে থাকে না কোনও কার্পণ্য। মেয়ে জামাই আত্মীয়স্বজনকে ডেকে সাজ সাজ রব। খাওয়া দাওয়া গল্প আড্ডায় মেতে ওঠে বাঙালি। আম, কাঁঠাল, ইলিশ আর লুচি, মাংস, রাবড়ির সুগন্ধে ভরে ওঠে বাঙালির ঘরদোর। সাধারণত সন্তানের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা ষষ্ঠীর ব্রত পালন করেন। মাসের ষষ্ঠ দিনে ষষ্ঠী তিথিতে পালিত হয় ষষ্ঠীর ব্রত । তবে জামাই ষষ্ঠীতে সন্তানতুল্য জামাইয়ের জন্য ষষ্ঠীর ব্রত পালন করেন শাশুড়ি মা। জামাইয়ের হাতে দূর্বা ঘাস আর হলুদে ছোপানো সুতো বেঁধে, কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। বেত বা বাঁশের ঝুড়িতে ফল, নতুন বস্ত্র আর উপহারের ডালি সাজিয়ে জামাইয়ের হাতে তুলে দেন শাশুড়ি। এরপর উপবাস ভঙ্গ করেন বাঙালি শাশুড়িরা। জামাইও উপহার দেন শাশুড়ি মাকে। জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী হিসাবেও পালন করা হয় বাংলার বিভিন্ন প্রান্তে। মেয়ের সন্তান কামনায় এবং মেয়ে জামাইয়ের সমৃদ্ধি চেয়ে উপবাস ও পুজো করেন শাশুড়ি।