Jambani Baby Elephant Rescue: হস্তি শাবকের জন্য গোটা গ্রাম

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 23, 2023 | 7:08 PM

স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে ওই সদ্যজাত হস্তি শাবক টি কে সুস্থ করার চেষ্টা করছে। বন দফতর কে খবর দেওয়া হলেও এখনো বন দফতরের কেউ ঘটনাস্থলে যায়নি। যার ফলে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের। ওই হস্তি শাবকটি মাটিতে পড়ে কাতরাচ্ছে। স্থানীয় বাসিন্দারা হস্তি শাবকটিকে ঘিরে রেখেছেন এবং সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন

জামবনি ব্লকের গিধনী রেঞ্জ এর অন্তর্গত গদরাশোল বিটের লালবাঁধ কাটা জঙ্গলে মঙ্গলবার সকালে সদ্যজাত একটি হস্তি শাবক কে অসুস্থ অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে ওই সদ্যজাত হস্তি শাবক টি কে সুস্থ করার চেষ্টা করছে। বন দফতর কে খবর দেওয়া হলেও এখনো বন দফতরের কেউ ঘটনাস্থলে যায়নি। যার ফলে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের। ওই হস্তি শাবকটি মাটিতে পড়ে কাতরাচ্ছে। স্থানীয় বাসিন্দারা হস্তি শাবকটিকে ঘিরে রেখেছেন এবং সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন। ওই এলাকার বাসিন্দারা অনুমান করছেন এই এলাকায় একটি হাতির দল আছে ওই হাতির দল থেকে এই বাচ্চা হাতিটি দলছুট হয়ে কোনরকম ভাবে রয়ে গেছে। কোন কারণ বশত হস্তি শাবকটি আহত হয়েছে এটা বনদপ্তর দেখা উচিত। দ্রুততার সাথে বাচ্চা হাতি টি কে উদ্ধার করে সুস্থ করা দরকার দাবি এলাকাবাসী।