Bullet Train: জাপানি প্রযুক্তির বুলেট ট্রেন চলবে দেশে
Bullet Train In India: । এই সংস্থা জানিয়েছে, বুলেট ট্রেনটির কোচগুলি বিশেষভাবে বানানো হবে। কোচের সংখ্যা হবে ১০ টি। শিনকানসেন ট্রেনটি ৬৯০ জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন জাপানের মতো এবার ভারতেও চলবে সুপারফার্স্ট বুলেট ট্রেন । জাপানি প্রযুক্তিতে বানানো হয়েছে সুপারফার্স্ট বুলেট ট্রেনটি। এই ট্রেনটির নাম শিনকানসেন। ২০২৭ সালে সুপারফার্স্ট বুলেট ট্রেনটি চলাচল করবে বলে জানা গিয়েছে । এই ট্রেনটি সবার প্রথম আহমেদাবাদ ও মুম্বই রুটে চালানোর পরিকল্পনা আছে । গুজরাটে বেশ কিছু রেলসেতু বানানোর কাজ শেষের দিকে। এমনকি বুলেট ট্রেনের করিডর বানানোর কাজও প্রায় শেষের দিকে। সূত্রের খবর, ভারত চুক্তি করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সঙ্গে। এই এজেন্সির অধীনে হিটাচি রেল ও কাওয়াসাকি জাপানি সংস্থা আছে । বুলেট ট্রেন বানানোর জন্য এই ২টি সংস্থা দায়িত্ব পেয়েছে । ট্রেনটির পরিকাঠামো সহ পুরো কাজটি দেখাশোনা করবে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড। এই সংস্থা জানিয়েছে, বুলেট ট্রেনটির কোচগুলি বিশেষভাবে বানানো হবে। কোচের সংখ্যা হবে ১০ টি। শিনকানসেন ট্রেনটি ৬৯০ জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। প্রতি ঘণ্টায় শিনকানসেন ট্রেনটির গতিবেগ ৩২০ কিলোমিটার। প্রায় ১.৬ কোটি টাকা খরচ হয়েছে ।