Jhumi River Bridge Collapse: একের পর এক সাঁকো ভাঙল!
শেষ রক্ষা হল না। সকাল থেকে গ্রামবাসীরা, ঝুমি নদীর উপর সাঁকো বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল। অবশেষে বেলা বাড়তেই জলের স্রোত তার উপর প্রবল পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঝুমি নদীর উপর একাধিক যোগাযোগের বাঁশের সাঁকো।
শেষ রক্ষা হল না। সকাল থেকে গ্রামবাসীরা, ঝুমি নদীর উপর সাঁকো বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল। অবশেষে বেলা বাড়তেই জলের স্রোত তার উপর প্রবল পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঝুমি নদীর উপর একাধিক যোগাযোগের বাঁশের সাঁকো। এক কথায় যোগাযোগ বিচ্ছিন্ন ঘাটালের সাথে একাধিক গ্রামের। ঝুমি নদীর পানার চাপে ভেঙে পড়ল একাধিক বাসের সাঁকো, বিচ্ছিন্ন যোগাযোগ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানায় মনসুকা এলাকায়। ঝুমি নদীর, উপর পারাপারের একাধিক সাঁকো রয়েছে ঘাটালের মনসুকা, কামারডাঙ্গা, সীমন্তপুর এলাকায়। ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টির জেরে জল বেড়েছে ঝুমি নদীতে আর সেই নদীর জলে ভেসে আসছে পানা। পানার চাপে একের পর এক বাঁশের সাঁকো ভেঙে যাচ্ছে। একাধিক বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় মনসুকা ১ও ২ গ্রাম পঞ্চায়েত সহ হুগলির বিস্তীর্ণ এলাকার সাথে নদী পথে এখন যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় এলাকার মানুষজন