Jio Recharge Plan: ৬ জিবি বাড়তি ডেটা দিচ্ছে জিও
ওয়েব সিরিজ বা ডিজিটাল কন্টেন্টের ধরন পাল্টাচ্ছে রোজ। তাই বেশি পরিমাণে ডেটার প্রয়োজন হয় অনেকেরই। জিও এই কারণে তাদের ৩৯৯ টাকার প্ল্যানের সঙ্গে এনেছে একটি বাড়তি ডেটার অপশন। এর জন্য ৬১ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে বাড়তি ৬ জিবি ডেটা। ৩৯৯ টাকার প্ল্যানে কী আছে?
ওয়েব সিরিজ বা ডিজিটাল কন্টেন্টের ধরন পাল্টাচ্ছে রোজ। তাই বেশি পরিমাণে ডেটার প্রয়োজন হয় অনেকেরই। জিও এই কারণে তাদের ৩৯৯ টাকার প্ল্যানের সঙ্গে এনেছে একটি বাড়তি ডেটার অপশন। এর জন্য ৬১ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে বাড়তি ৬ জিবি ডেটা। ৩৯৯ টাকার প্ল্যানে কী আছে? ২৮ দিনের ভ্যালিডিটি। রোজ ৩ জিবি করে ডেটা। এর সঙ্গে নতুন ৬১ টাকার প্ল্যান রিচার্জ করলে ২৮ দিনে পাওয়া যাবে ৯০ জিবি ডেটা। এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং। ১০০টা করে এসএমএস পাঠানো যাবে এই প্ল্যানে। তার সঙ্গে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানে জিও দিচ্ছে আনলিমিটেড ৫জি নেটওয়ার্ক। দেশের ৬০০০ টি শহরে রয়েছে জিও ফাইভ জি। ২০২৩ এর শেষে সারা দেশে ৫ জি নেটওয়ার্ক পৌঁছে দেবে জিও। ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানেও ৫ জি পরিষেবা দিচ্ছে রিলায়েন্স জিও।