Khaleel Ahmed News: খেলার জন্য বেল্ট দিয়ে পেটাতেন বাবা!
IPL 2023: ২৫ বছরের খলিল আহমেদের দলের প্রধান ভারতীয় ফাস্ট বোলার। ২০১৮ সালে আইপিএল অভিষেক হওয়া খলিল সে বারই ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেন।
২৫ বছরের খলিল আহমেদের দলের প্রধান ভারতীয় ফাস্ট বোলার। ২০১৮ সালে আইপিএল অভিষেক হওয়া খলিল সে বারই ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেন। যদিও তিনি ২০২৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। জাতীয় দলে ব্রাত্য এই বোলার আইপিএলের গত মরসুমে চমকে দিয়েছিলেন। এ বারও দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে কামাল দেখাতে প্রস্তুত। খলিল আহমেদের পক্ষে ক্রিকেটার হওয়া মোটেও সহজ ছিল না। খলিলের বাবা খুরশিদ আহমেদ ছিলেন একজন কম্পাউন্ডার। তাঁর ইচ্ছে ছিল, ছেলে বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু খলিলের স্বপ্ন ছিল অন্য। যাবতীয় স্বপ্ন তাঁর ক্রিকেটকে ঘিরে। পড়াশোনায় ফাঁকি দিয়ে ক্রিকেট খেলার জন্য খলিলকে বিস্তর বকা খেতে হয়েছে। এমনকি অনেক সময় তাঁকে বেল্ট দিয়েও মারধর করা হত। খলিল বলেন,’আমার তিন বড় বোন এবং আমার বাবা টঙ্ক জেলায় একজন কম্পাউন্ডার ছিলেন। তাই বাবা যখন তার কাজে যেতেন,আমাকে মুদি,দুধ বা সবজি কিনতে যাওয়ার মতো কাজ করতে হতো। আমি খেলতে যেতাম। খেলতে যাওয়ার মানে বাড়ির কাজ করা যায় না’। বাঁহাতি ফাস্ট বোলার আরও বলেন,’আমি বেশিরভাগ মাঠে থাকতাম। শুনে বাবা খুব রাগ করতেন। কারণ আমি পড়াশোনা করিনি এবং চাকরিও করিনি। বাবা আমাকে বেল্ট দিয়ে মারতেন। শরীরে দাগ রয়ে গিয়েছে। আমার বোনেরা রাতে ওই ক্ষতের চিকিৎসা করত’। আইপিএলে খলিল আহমেদ এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলে ৪৮ উইকেট পেয়েছেন। গত মরসুমে তিনি ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন। এই মরসুমে ভালো করলে তিনি জাতীয় দলে কামব্যাক হতে পারে তাঁর। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন খলিল। এখনও পর্যন্ত ১১টি ওডিআই এবং ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তাঁর হাতে যথাক্রমে ১৫ ও ১৩টি উইকেট রয়েছে।