Gundicha temple in Puri: জেনে নিন, পুরীর গুন্ডিচা মন্দিরের বিশেষত্ব

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 26, 2023 | 9:33 PM

পুরীতে অবস্থিত গুন্ডিচা মন্দির এবং শ্রীমন্দির। শ্রীমন্দির থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরে সারা বছরই দর্শনার্থীরা ভিড় করেন। রথের সময় দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে যায়।

পুরীতে অবস্থিত গুন্ডিচা মন্দির এবং শ্রীমন্দির। শ্রীমন্দির থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরে সারা বছরই দর্শনার্থীরা ভিড় করেন। রথের সময় দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে যায়। এই মন্দিরটি হালকা ধূসর বেলেপাথর দিয়ে তৈরি। গুন্ডিচা মন্দিরের অন্দরে আছে গর্ভগৃহ। সেখানে প্রভু জগন্নাথ অবস্থান করেন। এই মন্দিরের পশ্চিমদিকে আছে একটি বিশাল দরজা। এই দরজা দিয়ে জগন্নাথের মূর্তিকে গুন্ডিচা মন্দিরের নিয়ে যাওয়া হয়। পূর্বদিকের দরজা দিয়ে ত্রিমূর্তিকে রথে তোলা হয়। অনেকে মনে করেন, স্থানীয় দেবীর নাম গুন্ডিচা। গুটিবসন্ত রোগকে ওড়িয়া ভাষাতে বলা হতো ‘গুন্ডি’। এই দেবীকে, রোগ নিরাময়ের দেবী বলে মনে করা হয়। গুন্ডিচা মন্দিরে জগন্নাথের ভ্রমণ, অনেকে মাসির বাড়ি যাওয়া মনে করেন। গুন্ডিচা মন্দিরে ত্রিমূর্তি ৭ দিন রাখা হয়। অনেক উৎসব হয় এই সময়। এই ৭ দিনে দেবী লক্ষ্মী প্রভুর সঙ্গে থাকেন না। এই সময়ে জগন্নাথ গোপীদের সঙ্গে লীলায় মত্ত হন। জগন্নাথ তাঁর স্ত্রীয়ের জন্য রসগোল্লা নিয়ে আসেন। চৈতন্য মহাপ্রভু রথের আগে পরিষ্কার করতেন গুন্ডিচা মন্দির।