Kunal On TET Scam: ‘এলোমেলো করে দে মা লুটে পুটে খাই’, টেট বিক্ষোভে বিরোধীদের তোপ কুণালের
টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের কাছে কুণাল ঘোষের আবেদন, "জটগুলো সব আন্তরিকভাবে ছাড়ানোর চেষ্টা করছেন অভিষেক, একটু সময় দিন।"
কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ‘বিরক্ত’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ‘অনুরোধ’ করলেন বটে, তবে সুর চড়িয়েই। একই সঙ্গে নিশানা করলেন বিজেপিকেও। বাদ দিলেন না বামেদেরও। টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের কাছে কুণাল ঘোষের আবেদন, “জটগুলো সব আন্তরিকভাবে ছাড়ানোর চেষ্টা করছেন অভিষেক, একটু সময় দিন।”
স্বাধীন ভারতে শিক্ষাক্ষেত্রে সব থেকে বড় দুর্নীতি নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। একপ্রকার বাধ্য হয়েই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে ছাটাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংস্রব ত্যাগ করেছে তৃণমূলও। এই পরিস্থিতিতে ‘সরকারের ডিজাস্টার’ সামলাতে ময়দানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আন্দোলনকারীকে ফোন, শুক্রবারই বৈঠক। বিকেলে এসএসসি সমস্যার সমাধান সূত্র বার করতে গিয়ে সন্ধ্যায় তৈরি হল আরও বড় বিপাক। ‘বঞ্চিত আমরাও, অভিষেক বাবু কথা রাখুন, দেখা করুন’, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে টেট আন্দোলনকারীরা। আর এতেই চটেছেন কুণাল ঘোষ।
ক্যামাক স্ট্রিটটা বসার জায়গা? অরাজনৈতিক একতা মঞ্চকে ‘রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে’, অভিযোগ তৃণমূল মুখপাত্রের। ‘আচমকা এসে বৈঠক করা যায় না। ছবি তোলার জন্য বৈঠক হয়নি। লিখিত আকারে দাবি জানান অভিষেক নিশ্চয়ই বিষয়টা আন্তরিকভাবে দেখবেন’, বক্তব্য কুণাল ঘোষের। তাঁর দাবি, “এলো মেলো করে দে মা লুটে পুটে খাই, এই পরিস্থিতি তৈরি করা বিরোধীরা পরিকল্পিত চক্রান্ত।” অনেকগুলো জট রয়েছে, সমস্যার সমাধানে সময় লাগবে, সাফ কথা কুণালের।