Himachal Pradesh Landslide: হিমাচল ধ্বসের নেপথ্যে…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 26, 2023 | 4:26 PM

সম্প্রতি হিমাচল তছনছ হয়ে গেছে ভূমিধ্বসে। জনজীবন বিপর্যস্ত। কোন কারণে হিমাচলের এই পরিণতি তা নিয়ে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের জল্পনার অন্ত নেই। এরই মধ্যে জাপানের নিগাতা ইউনিভার্সিটির গবেষকরা দিয়েছেন বিস্ফোরক তথ্য। বিজ্ঞানীদের দাবি ৬০ কোটি বছরের পুরনো এক সমুদ্রের ওপরে ভাসছে হিমালয়। প্রিক্যামব্রিয়ান রিসার্চ পত্রিকায় এ বিষয়ে প্রবন্ধ প্রকাশিত।

সম্প্রতি হিমাচল তছনছ হয়ে গেছে ভূমিধ্বসে। জনজীবন বিপর্যস্ত। কোন কারণে হিমাচলের এই পরিণতি তা নিয়ে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের জল্পনার অন্ত নেই। এরই মধ্যে জাপানের নিগাতা ইউনিভার্সিটির গবেষকরা দিয়েছেন বিস্ফোরক তথ্য। বিজ্ঞানীদের দাবি ৬০ কোটি বছরের পুরনো এক সমুদ্রের ওপরে ভাসছে হিমালয়। প্রিক্যামব্রিয়ান রিসার্চ পত্রিকায় এ বিষয়ে প্রবন্ধ প্রকাশিত। জাপানি ভূ-পদার্থবিদরা গত ১ বছর ধরে উত্তরাখণ্ডে গবেষণা চালাচ্ছেন। উত্তরাখণ্ডের মিলাম গ্লেসিয়ার থেকে অমৃতপুর ও দেরাদুন থেকে গঙ্গোত্রী হিমবাহ পর্যন্ত সমীক্ষা চালান বিজ্ঞানীরা। নেপালের পোখরা অঞ্চল থেকেও শিলা সংগ্রহ ক্রেন বিজ্ঞানীরা। ভূ-পদার্থবিদদের দাবি ওই অঞ্চলের শিলায় ম্যাগনেসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট পাওয়া গেছে। বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে পাথরগুলির সম্পূর্ণ বিবর্তন হয়। বিজ্ঞানীরা বলছেন পাথরগুলির ভিতরে জল আছে। হিমালয় অপেক্ষাকৃত নবীন পর্বতমালা। তাই আল্পস, রকি বা আন্দিজের থেকে অনেক বেশি ভঙ্গুর হিমালয়ের শিলাস্তর। আর পাথরের ভিতরে জল থাকায় রাসায়নিক বিক্রিয়া হয় প্রায়ই। তাতেই ঘটে ভূমি ধ্বসের মত বিপত্তি। ভূগর্ভের তলদেশের প্লেট মুভমেন্টে সমুদ্রের তলদেশের শিলাস্তর চাপ খেয়ে তৈরি হিমালয়। নবীন ভঙ্গিল পর্বতমালা হিমালয় নিয়ে নিগাতা ইউনিভার্সিটির গবেষণায় ছিলেন ভারতের ভূ-পদার্থবিদরাও।