মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা, কী অভিযোগ শুভেন্দুর?
এসআইআর প্রক্রিয়া চলছে। শনিবার শুরু হচ্ছে শুনানি। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় WBCS অফিসারদের প্রলোভিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় সরব হলেন। WBCS অফিসারদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর লেখা চিঠি পোস্ট করেন তিনি। WBCS অফিসারদের 'লোভ' দেখিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। পাল্টা বিরোধী দলনেতাকে আক্রমণ করল তৃণমূল। শশী পাঁজা দাবি করলেন, "WBCS অফিসারদের ভয় দেখাচ্ছে বিজেপি-ই। হুমকি দিচ্ছে। মানুষকে অসম্মান করছেন। অফিসারদের কোথায় টিকি বাঁধা রয়েছে, এই কোথাটা বলাই উচিত নয়।"
এসআইআর প্রক্রিয়া চলছে। শনিবার শুরু হচ্ছে শুনানি। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় WBCS অফিসারদের প্রলোভিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় সরব হলেন। WBCS অফিসারদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর লেখা চিঠি পোস্ট করেন তিনি। WBCS অফিসারদের ‘লোভ’ দেখিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। পাল্টা বিরোধী দলনেতাকে আক্রমণ করল তৃণমূল। শশী পাঁজা দাবি করলেন, “WBCS অফিসারদের ভয় দেখাচ্ছে বিজেপি-ই। হুমকি দিচ্ছে। মানুষকে অসম্মান করছেন। অফিসারদের কোথায় টিকি বাঁধা রয়েছে, এই কোথাটা বলাই উচিত নয়।”