কলকাতায় যা পারলেন না, হায়দরাবাদে সেটাই করে দেখালেন মেসি…

|

Dec 14, 2025 | 1:48 PM

Messi in Hyderabad: হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধে ৭টা ৫৫ মিনিট নাগাদ পৌঁছন লিওনেল মেসি। সঙ্গে ল্যুই সুয়ারেজ় ও রড্রিগো ডি’পল। প্রদর্শনী ম্যাচ দেখলেন তাঁরা ভিআইপি বক্সে বসে। তারপর নামলেন মাঠে। সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

এক গাল হাসি নিয়ে গোটা মাঠ ঘুরে বেড়ালেন মেসিহাত মেলালেন খেলোয়াড়দের সঙ্গেএমনকী, দর্শকদের দিকে শটও মারলেনএই সবই হতে পারত কলকাতাতেওএই শহর পারেনি, পেরেছে হায়দরাবাদকলকাতা মেসির মুখে হাসি ফোটানো তো দূর, ভিড়ের ঠেলাঠেলিতে বিতশ্রদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য করেছিলসেখানেই হায়দরাবাদে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্রম্যাচ জেতার পর যেমন চওড়া হাসি থাকে, সেই হাসিই দেখা গেল মেসির মুখে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধে ৭টা ৫৫ মিনিট নাগাদ পৌঁছন লিওনেল মেসি। সঙ্গে ল্যুই সুয়ারেজ় ও রড্রিগো ডি’পল। প্রদর্শনী ম্যাচ দেখলেন তাঁরা ভিআইপি বক্সে বসে। তারপর নামলেন মাঠে। সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মেসিকে বল পাস করার চেষ্টা করেছিলেন বটে, তবে ব্যর্থ হন। অন্যদিকে অক্লেশে গোল দিলেন এলএম-১০।